কলকাতা, 7 ফেব্রুয়ারি:বাজেট যে ‘জিরো’ নয় বোঝাতে কেন্দ্রীয় বাজেটের পক্ষে প্রচারে নেমেছে বিজেপি। এদিন বাজেটকে 'আত্মনির্ভর অর্থব্যবস্থা' বলে সাংবাদিক সম্মেলন করেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া (Jyotiraditya Scindia Critisize Mamata)। কেন্দ্রীয় বাজেটের প্রশংসা করতে গিয়ে এদিন তিনি রাজ্যের প্রকল্পগুলির জন্য কেন্দ্রীয় সরকারের বাড়তি অর্থ বরাদ্দের প্রসঙ্গের তথ্যও তুলে ধরেন।
তিনি বলেন, “সম্প্রতি যে বাজেট পেশ করা হয়েছে তাকে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 'শূন্য' বাজেট বলে আক্রমণ শানিয়েছেন। ইস্ট-ওয়েস্ট মেট্রোর জন্য 1100 কোটি টাকা দেওয়া হয়েছে। যা গত বছরের তুলনায় 25 শতাংশ বেশি। 53টি রেল প্রকল্প 10262 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। 12 কিলোমিটার অতিরিক্ত জাতীয় সড়ক নির্মাণের জন্য বাংলাকে বেছে নেওয়া হয়েছে। আগামী তিন বছরে দেড় লক্ষ কোটি টাকা খরচ করা হবে। দেড় লক্ষ কোটি টাকার এই বাজেটের জন্য কতগুলি ‘শূন্য’ প্রয়োজন হয়, সেটা একটু এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে বলব। এক লক্ষ কোটি টাকা লোন দেওয়া হচ্ছে রাজ্য সরকারকে।"