পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Union Home Secretary : শুরু হল কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবের বৈঠক, বিএসএফের পরিসর বৃদ্ধিই মূল আলোচ্য

সল্টলেকের হিডকো ভবনে বিএসএফের এক্তিয়ার বৃদ্ধির ইস্যুতে বৈঠকে বসলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয়কুমার ভাল্লা ৷ এদিন বেলা সাড়ে বারোটা নাগাদ বৈঠকটি শুরু হয় ৷

Union Home Secretary Meeting in HIDCO BHAWAN Kolkata
Union Home Secretary Meeting in HIDCO BHAWAN Kolkata

By

Published : Nov 12, 2021, 1:46 PM IST

Updated : Nov 12, 2021, 1:54 PM IST

কলকাতা, 12 নভেম্বর :সীমান্তবর্তী জেলাগুলিতেবিএসএফের এক্তিয়ার বৃদ্ধি নিয়ে বেলা সাড়ে বারোটা নাগাদ কলকাতার উপকণ্ঠে নিউটাউনের একটি সরকারি ভবনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয়কুমার ভাল্লার সঙ্গে রাজ্য সরকারের আমলা এবং পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক শুরু হল । বৈঠক উপস্থিত রয়েছেন রাজ্যের মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী, রাজ্যের স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকা, রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য এবং রাজ্য সরকারের অন্যান্য উচ্চপদস্ত আমলারা । বৈঠকে উপস্থিত রয়েছেন সেনাবাহিনী, বিএসএফ কোস্টগার্ড এবং সীমান্ত সংলগ্ন জেলাগুলির জেলাশাসকরাও । এদিকে বিএসএফের এক্তিয়ার বৃদ্ধির সিদ্ধান্তের বিরোধিতা করে বিধানসভায় প্রস্তাব আনতে চলেছে তৃণমূল ৷

সরকারিভাবে এই বৈঠকের মূল এজেন্ডা হল সীমান্ত এলাকায় কাঁটাতার বসানো, সীমান্ত সড়ক নির্মাণ, বর্ডার আউট পোস্ট এবং ইন্টিগ্রেটেড চেক পোস্ট নির্মাণের জন্য যে জমি অধিগ্রহণের প্রক্রিয়া এবং অগ্রগতি- তাই নিয়ে আলোচনা । তবে জানা গিয়েছে, সম্প্রতি বাংলাদেশ এবং পাকিস্তান সীমান্ত লাগোয়া তিন রাজ্যে বিএসএফের ক্ষমতা ও পরিধির ব্যাপ্তি বাড়িয়ে যে নির্দেশিকা দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক, সেটাই আলোচনার মূল বিষয় হয়ে উঠতে পারে আজকের এই বৈঠকে ।

সল্টলেকের হিডকো ভবনে শুরু হল কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবের বৈঠক

রাজ্য সরকার প্রথম থেকেই বিএসএফের ক্ষমতা ও পরিধির ব্যাপ্তি বাড়ানোর এই নির্দেশিকা নিয়ে কেন্দ্রীয় সরকারের সমালোচনায় সরব হয়েছে । আজকের এই বৈঠক রাজ্যের তরফ থেকে কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরোধিতা করা হবে। আগামী 17 নভেম্বর বিধানসভায় বিএসএফের পরিধি বৃদ্ধির সিদ্ধান্তের বিরুদ্ধে এক সর্বদলীয় প্রস্তাব আনতে চলেছে তৃণমূল ৷ শাসকদল সূত্রে এই খবর পাওয়া গিয়েছে ৷ রাজ্য সরকার মনে করছে, সীমান্ত এলাকায় বিএসএফের পরিধি বৃদ্ধির অর্থ হল রাজ্যের ক্ষমতায় হস্তক্ষেপ ৷ পঞ্জাব সরকারও এবিষয়ে কেন্দ্রের সিদ্ধান্তের বিরোধিতা করেছে ৷ তারাও বিধানসভায় এই মর্মে প্রস্তাব আনছে ৷

এদিকে আজকেই কোচবিহার জেলার সিতাইয়ে বিএসএফের গুলিতে মারা গিয়েছে তিনজন, যাদের মধ্যে একজন ভারতীয় এবং দু'জন বাংলাদেশি । বিএসএফের বক্ত্যব্য, মৃতরা সকলেই গরুপাচারকারী । বিএসএফের আরও দাবি যে শুক্রবার ভোররাতে সিতাইয়ের চামটা এলাকা দিয়ে বাংলাদেশে গরুপাচার করা হচ্ছিল । সেইসময় বিএসএফ জওয়ানরা ঘটনাস্থলে গিয়ে পৌঁছন ৷ পাচারকারীদের তাঁরা থামতে বললে হামলা চালায় দুষ্কৃতীরা । আত্মরক্ষার্থে বিএসএফ পাল্টা গুলি চালালে তিনজনের মৃত্যু হয় । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সিতাই থানার পুলিশ । বলাই বাহুল্য, এই ঘটনা নিয়েও আলোচনা হবে আজকের এই বৈঠকে ৷

আরও পড়ুন : Union Home Secretary : আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব, সীমান্ত সমস্যা নিয়ে রাজ্যের সঙ্গে বৈঠক

Last Updated : Nov 12, 2021, 1:54 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details