পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Centre Seeks Report on Rampurhat Incident : রামপুরহাট নিয়ে রিপোর্ট তলব শাহের মন্ত্রকের, আসছে কেন্দ্রীয় দল

উত্তপ্ত বীরভূমের রামপুরহাট ৷ সেখানকার বগটুই গ্রামে একাধিক বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ৷ পুড়ে অন্তত 8 জন মারা গিয়েছেন বলে খবর ৷ এই ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক রিপোর্ট চেয়েছে বলে জানা গিয়েছে (Union Home Ministry seeks Report from Mamata Govt on Rampurhat Incident) ৷

union home ministry seeks report from mamata govt on rampurhat incident
Centre Seeks Report on Rampurhat Incident : রামপুরহাট নিয়ে রিপোর্ট তলব অমিত শাহের মন্ত্রকের, আসছে কেন্দ্রীয় দল

By

Published : Mar 22, 2022, 5:08 PM IST

কলকাতা, 22 মার্চ : রামপুরহাট কাণ্ডে কেন্দ্রীয় হস্তক্ষেপ দাবি করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Bengal LoP Suvendu Adhikari demands Central Govt Intervention on Rampurhat Incident) । বিধানসভায় তাঁর বক্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে রামপুরহাট কাণ্ড নিয়ে রিপোর্ট চাওয়া হল (Union Home Ministry seeks Report from Mamata Govt on Rampurhat Incident) ।

সূত্রের খবর, 72 ঘণ্টার মধ্যে রাজ্যকে এই বিষয়ে রিপোর্ট জমা দিতে বলেছে ৷ পাশাপাশি জানা গিয়েছে, এই বিষয়ে খতিয়ে দেখতে কেন্দ্রীয় প্রতিনিধি দলও আসছে রাজ্যে । এই প্রতিনিধি দলে থাকবেন যুগ্ম সচিব পদমর্যাদার আধিকারিকেরা । তারা এলাকা ঘুরে গিয়ে কেন্দ্রকে রিপোর্ট দেবে ।

প্রসঙ্গত, এদিনই বিধানসভায় দাঁড়িয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই ঘটনায় কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ দাবি করেছিলেন । তিনি দাবি করেছিলেন, রাজ্য সরকারের তরফ থেকে মৃতের সংখ্যা কমিয়ে দেখানোর প্রয়াস শুরু হয়েছে । আসলে গোটা ঘটনাটা ধামাচাপা দিতে চাইছে রাজ্য । এই অবস্থায় কেন্দ্রের হস্তক্ষেপ দাবি করেন তিনি ।

যদিও এর পালটা হিসাবে রাজ্যের পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, আসলে রামপুরহাটের ঘটনা বিরোধীদের রাজনৈতিক চক্রান্ত । রাজ্যের ভাবমূর্তি কালিমালিপ্ত করতেই এই ঘটনা ঘটানো হয়েছে (Partha Chatterjee claims that Rampurhat Incident is Political Conspiracy to defame Bengal Govt) ।

এদিন বিজেপির রাষ্ট্রপতি শাসন বা কেন্দ্রীয় হস্তক্ষেপ প্রসঙ্গে পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘‘বিজেপি ঝোপ বুঝে কোপ মারার চেষ্টা করছে । এই পরিস্থিতিতে তারা রাজ্যপালকে ফোন করছেন ৷ তাঁর কাছে যাচ্ছেন । অথচ ইতিমধ্যেই বিধানসভার ভিতরে এই নিয়ে বিবৃতি দেওয়া হয়েছে ।’’

পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘‘বিজেপি চাইলে রাষ্ট্রপতি শাসন বা কেন্দ্রীয় হস্তক্ষেপ চাইতে পারেন । 2014 সাল থেকে বারবার এই কথা শুনে আসছি । কিন্তু ওরা ভুলে গিয়েছেন 200 পারের বদলে ওদের গঙ্গা পার করে দিয়েছে মানুষ । কাজেই তারা সব কিছুই চাইতে পারেন ।’’

তিনি আরও বলেন, ‘‘কেন্দ্রীয় প্রতিনিধি দল আসছে বাংলায় । কেরলে পরিযায়ীরা মারা গেল কেন্দ্রীয় টিম গিয়েছিল, রাজস্থানে যা হচ্ছে কেন্দ্রীয় টিম যায়, দিল্লিতে যা হয়, কেন্দ্র ব্যবস্থা নেয় । আসলে মমতার আমলে যে সুখ রয়েছে, তা বিঘ্নিত করার চেষ্টা চালাচ্ছে বিজেপি ৷’’

আরও পড়ুন :Rampurhat TMC leader Killed Update : অপসারিত এসডিপিও, অগ্নিগর্ভ রামপুরহাটের ঘটনায় তদন্তে সিট

ABOUT THE AUTHOR

...view details