পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Amit Shah's Bengal Visit : শেষ মুহূর্তে শাহী সফরসূচিতে পরিবর্তন, বুধবারের বদলে বৃহস্পতিবার বঙ্গে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী

আগামী বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বঙ্গ সফর শুরু হওয়ার কথা ছিল (Changes in Amit Shah's Schedule of Bengal Visit) ৷ কিন্তু তার বদলে তিনি আসবেন আগামী বৃহস্পতিবার ৷ পরপর দু’দিনে ঠাসা কর্মসূচি রয়েছে অমিত শাহের ৷

union-home-minister-amit-shah-bengal-visit-will-starts-from-thursday-morning
Amit Shah's Bengal Visit : শেষ মুহূর্তে শাহী সফরসূচিতে পরিবর্তন, বুধবারের বদলে বৃহস্পতিবার বঙ্গে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী

By

Published : May 3, 2022, 9:31 PM IST

কলকাতা, 3 মে : শেষ মুহূর্তে সামান্য পরিবর্তন হয়েছে অমিত শাহের সফরসূচিতে (Changes in Amit Shah's Schedule of Bengal Visit) । 4 মে বুধবার রাতের বদলে 5 মে বৃহস্পতিবার সকালে শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Union Home Minister Amit Shah) । এবারের শাহী সফরে রয়েছে ঠাসা কর্মসূচি । রাজ্যে পা রেখেই প্রথমে সুন্দরবনের হিঙ্গলগঞ্জে যাবেন তিনি । সেখানকার বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন । মধ্যাহ্নভোজ সারবেন বিএসএফ জওয়ানদের সঙ্গে । এরপর দুপুরে শাহ যাবেন শিলিগুড়ি । সেখানে জনসভায় অংশ নেবেন (Amit Shah will Attend BJP's Rally at Siliguri) । রাত্রিবাস করবেন শিলিগুড়িতেই ।

শুক্রবার সকালে কোচবিহারের তিনবিঘার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর । সেখানে বিএসএফের অনুষ্ঠানে থাকতে পারেন তিনি । সেই অনুষ্ঠান শেষে ফের কলকাতার রাজারহাটের একটি হোটেলে ফেরার কথা রয়েছে শাহের । হোটেলেই দু’টি সাংগঠনিক বৈঠক করার কথা রয়েছে তাঁর ।

ঘটনা হল, আগে ঠিক ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দলের রাজ্য দফতরে আসবেন । কিন্তু শেষমুহূর্তে সেই কর্মসূচি বাতিল হয়েছে । রাজারহাটের হোটেলেই বৈঠক করবেন দলীয় নেতা-কর্মীদের সঙ্গে । সেই বৈঠকে কারা হাজির থাকতে পারেন, তার একটা তালিকাও নির্দিষ্ট করা হয়েছে বঙ্গ বিজেপির তরফে । বিজেপি সাংসদ, বিধায়ক, জেলা পরিষদ এবং বিভিন্ন পৌরসভার জয়ী প্রার্থীরা এই বৈঠকে থাকতে পারেন ।

সূত্রের খবর, বিকেলে তিনদফায় বৈঠক রয়েছে অমিত শাহের । প্রথমে বিজেপি পদাধিকারীদের সঙ্গে বৈঠক । দ্বিতীয় দফায় সাংসদ ও বিধায়কদের সঙ্গে বৈঠক । তৃতীয় দফায় বিজেপি-র কোর কমিটির বৈঠক । শাহের এই সফরে সাংগঠনিক বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা ।

ওই বৈঠক শেষে শুক্রবার সন্ধ্যায় ভিক্টোরিয়া মেমোরিয়ালে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেবেন শাহ । উপস্থিত থাকবেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Bengal Governor Jagdeep Dhankhar) । এই অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করবেন সৌরভ-জায়া ডোনা গঙ্গোপাধ্যায় । রাতেই দিল্লি ফিরে যাবেন শাহ । এখনও পর্যন্ত এবারের শাহী সফরসূচি এমনটাই, তবে সামান্য কিছু রদবদল হওয়ার সম্ভাবনা নেই, এমনটাও বলা যাচ্ছে না । তবে গেরুয়া শিবিরে স্বস্তি একটাই একুশের পর প্রথমবার রাজ্যে আসছেন শাহ ।

আরও পড়ুন :BJP's Secret Meeting with Arjun : ক্ষোভ প্রশমনে অর্জুনের সঙ্গে সুকান্ত-শুভেন্দুর গোপন বৈঠক

ABOUT THE AUTHOR

...view details