কলকাতা, 30 অগস্ট : অতীতেও বিভিন্ন ক্ষেত্রে বাংলার উন্নয়নের কাজ প্রশংসিত হয়েছে সর্বভারতীয় ক্ষেত্রে । বহু ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার ভূয়সী প্রশংসা করেছে বাংলাকে । এবার বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার (Drinking Water Project) ক্ষেত্রে কেন্দ্রের প্রশংসা পেল বাংলা ।
প্রসঙ্গত মঙ্গলবার নবান্নে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর নেতৃত্বে সমস্ত জেলার জেলাশাসকদের নিয়ে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে বৈঠক হয় । এই বৈঠকে আতস কাঁচের তলায় ছিল জনস্বাস্থ্য কারিগরি দফতরের কাজ । এই বৈঠকে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে খোদ উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের যুগ্ম সচিব পর্যায়ের আধিকারিক ।
প্রসঙ্গত, রাজ্য সরকারের জলস্বপ্ন প্রকল্পে এখনও পর্যন্ত 46 লক্ষের বেশি বাড়িতে জল সংযোগ পৌঁছেছে । আর একে রাজ্যের একটা বড় সাফল্য হিসাবেই দেখছেন কেন্দ্রীয় প্রতিনিধি । জানা গিয়েছে, সম্প্রতি 1 হাজার কোটি টাকাও দিয়েছে কেন্দ্র । এই বৈঠকে কেন্দ্রীয় প্রতিনিধিদের তরফ থেকে পরামর্শ দেওয়া হয়েছে, দ্রুত যে কাজ সম্পূর্ণ হয়েছে, তাঁর সার্টিফিকেশন প্রক্রিয়া শেষ করতে ।