কলকাতা, 27 জুলাই : "গোটা দেশের নিরিখে বাংলায় কমেছে বেকারত্বের হার।" তৃণমূলের নয়া কর্মসূচি "সোজা বাংলায় বলছি", তারই প্রথম দিন এমনটা দাবি করলেন তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন । কর্মসংস্থান তৈরিতে অন্য রাজ্যের তুলনায় বাংলা এগিয়ে, 1 মিনিটের ভিডিয়ো বার্তায় পরিসংখ্যান তুলে ধরেন তৃণমূল সাংসদ ।
"সোজা বাংলায় বলছি" কর্মসূচিকে সামনে রেখে আগামী কয়েক মাস ডিজিটাল প্রচার চালাবে তৃণমূল । প্রতি সপ্তাহে সামনে আসবে ভিডিয়ো । 2011 সালে প্রথমবার ক্ষমতায় আসার পর থেকে আজ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কী কী উন্নয়ন করেছে, তা সাধারণ মানুষের সামনে তুলে ধরবে তৃণমূল নেতৃত্ব । আজ যার সূচনা করলেন দলের রাজ্যসভার সংসদ ডেরেক ও'ব্রায়েন ।