পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

বাংলায় বেকারত্বের হার কম, "সোজা বাংলায় বলছি"-র সূচনায় দাবি ডেরেকের

তৃণমূলের "সোজা বাংলায় বলছি" কর্মসূচির সূচনা করলেন ডেরেক ও'ব্রায়েন ৷ এই কর্মসূচিতে প্রতি সপ্তাহে ভিডিয়ো বার্তায় দেওয়া হবে তৃণমূল সরকারের উন্নয়নের খতিয়ান ৷

Derek o Brien at "soja banglay bolchhi"
ডেরেক

By

Published : Jul 27, 2020, 3:09 AM IST

Updated : Jul 27, 2020, 3:25 AM IST

কলকাতা, 27 জুলাই : "গোটা দেশের নিরিখে বাংলায় কমেছে বেকারত্বের হার।" তৃণমূলের নয়া কর্মসূচি "সোজা বাংলায় বলছি", তারই প্রথম দিন এমনটা দাবি করলেন তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন । কর্মসংস্থান তৈরিতে অন্য রাজ্যের তুলনায় বাংলা এগিয়ে, 1 মিনিটের ভিডিয়ো বার্তায় পরিসংখ্যান তুলে ধরেন তৃণমূল সাংসদ ।

"সোজা বাংলায় বলছি" কর্মসূচিকে সামনে রেখে আগামী কয়েক মাস ডিজিটাল প্রচার চালাবে তৃণমূল । প্রতি সপ্তাহে সামনে আসবে ভিডিয়ো । 2011 সালে প্রথমবার ক্ষমতায় আসার পর থেকে আজ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কী কী উন্নয়ন করেছে, তা সাধারণ মানুষের সামনে তুলে ধরবে তৃণমূল নেতৃত্ব । আজ যার সূচনা করলেন দলের রাজ্যসভার সংসদ ডেরেক ও'ব্রায়েন ।

প্রথম দিন 1 মিনিটের একটি ভিডিয়ো বার্তায় কর্মসংস্থানের বিষয়টি তুলে ধরা হল ।

যেখানে ডেরেক বলেন, "অন্যান্য রাজ্যের তুলনায় বাংলায় বেকারত্বের হার কম । আমি বলছি না, CMIE সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমির রিপোর্ট বলছে । জুন মাসে ভারতে বেকারত্বের হার ছিল 11 শতাংশ । হরিয়ানায় 33 শতাংশ । উত্তর প্রদেশ 9.6 শতাংশ । কর্ণাটক 9.2 শতাংশ । মধ্যপ্রদেশ 8.2 শতাংশ । সেখানে বাংলায় বেকারত্বের হার ছিল 6.5 শতাংশ । সোজা বাংলায় বলছি । ভেবে দেখুন । সাবধানে থাকুন । ভালো থাকুন ।"

Last Updated : Jul 27, 2020, 3:25 AM IST

ABOUT THE AUTHOR

...view details