নয়াদিল্লি, 6 জুন : আপনি দিল্লিতে ফিরে গিয়ে অন্য কাজ খুঁজে নিলেই রাজ্যের পরিস্থিতির উন্নতি হবে ৷ রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে রাজ্যপাল জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankar) টুইটের এমনই চাঁছাছোলা জবাব দিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra) ৷ এ দিন রাজভবনে রাজ্যপালের 'পরিবারতন্ত্র' নিয়েও তীব্র কটাক্ষ করেছেন কৃষ্ণনগরের সাংসদ ৷
রবিবার সকালে ফের টুইটে বিস্ফোরণ ঘটান রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে লেখেন, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই উদ্বেগজনক ৷ এই নিয়ে আলোচনার জন্য সোমবার মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে তলব করেছেন তিনি ৷ তিনি লিখেছেন, "রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই উদ্বেগজনক ৷ নিরাপত্তা ক্ষেত্রে গুরুতরভাবে আপোস করা হচ্ছে ৷ এই কঠিন পরিস্থিতিতে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে এবং ভোট পরবর্তী হিংসা রুখতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা আমাকে জানানোর জন্য সোমবার 7 জুন মুখ্যসচিবকে ডেকে পাঠিয়েছি ৷"
আরও পড়ুন:রাজ্যের আইন-শৃঙ্খলা উদ্বেগজনক, ফের টুইট-বাণ রাজ্যপালের; তলব মুখ্যসচিবকে