কলকাতা, 2 ডিসেম্বর : এবারের শীতে সার্কাসের বিনোদন থেকে বঞ্চিত হতে পারেন শহরবাসী । কলকাতা পৌরনিগমের মেয়র ফিরহাদ হাকিম আজ জানিয়েছেন, পার্কসার্কাস অঞ্চলে সার্কাসের আয়োজন করার জন্য পৌরনিগম অনুমতি দিলেও পুলিশের কোনও অনুমতি এখনও মেলেনি । ফলে এবার শীতে শহরে সার্কাসের ভবিষ্যৎ এখনও অনিশ্চিত ।
মিলছে না পুলিশি ছাড়পত্র, সংশয়ে সার্কাসের ভবিষ্যৎ - পার্ক সার্কাস
ইতিমধ্যে সার্কাস সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে কলকাতা পৌরনিগম । টালা থেকে সরিয়ে ফের পার্কসার্কাস ময়দানে করার অনুমতি দেওয়া হয়েছে । পৌরনিগম ছাড়পত্র দিলেও বাধ সাধল কলকাতা পুলিশ । পুলিশি ছাড়পত্র না মেলায় সার্কাস নিয়ে জটিলতা সেই রয়েই গেল । মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, কলকাতা পৌরনিগম ছাড়পত্র দিয়েছে ৷ তবে পুলিশ প্রশাসন থেকে অনুমতি না দিলে কিছুতেই সার্কাস করা সম্ভব নয় ।
আসন্ন শীত ও বড়দিনকে সামনে রেখে কলকাতায় প্রতিবছর সার্কাস অনুষ্ঠিত হয় । অবশ্য গত কয়েক বছর ধরে সার্কাস বন্ধ রয়েছে পার্কসার্কাস অঞ্চলে । শেষ 6 বছর ধরে টালা পার্কে সার্কাস হয়ে আসছিল । এবারে টালা ব্রিজের সংস্কারের জন্য যানজট বেড়েছে উত্তর কলকাতার রাস্তায় । তাই এই বছর সার্কাসের স্থান পরিবর্তন করে টালা থেকে সরিয়ে ফের পার্কসার্কাস ময়দানে করার অনুমতি দেওয়া হয়েছে কলকাতা পৌরনিগমের তরফে ।
ইতিমধ্যে সার্কাস সংক্রান্ত বিজ্ঞপ্তিও জারি করেছিল কলকাতা পৌরনিগম । পৌরনিগম ছাড়পত্র দিলেও বাধ সাধল কলকাতা পুলিশ । পুলিশি ছাড়পত্র না মেলায় সার্কাস নিয়ে জটিলতা সেই রয়েই গেল । মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন কলকাতা পৌরনিগম ছাড়পত্র দিয়েছে তবে পুলিশ প্রশাসন থেকে অনুমতি না দিলে কিছুতেই সার্কাস করা সম্ভব নয় । কারণ যান চলাচল নিয়ন্ত্রণ করতে হয় পুলিশ প্রশাসনকে । যেহুতু প্রচুর মানুষের সমাগম হয় এই পার্কসার্কাস ময়দানে, সেই ক্ষেত্রে সার্কাস হলে পুলিশের কাজে সমস্যা হতে পারে । সেই ক্ষেত্রে শহরের আইন শৃঙ্খলা ব্যবস্থাকে সমস্যায় ফেলে কিছুতেই ছাড়পত্র দেওয়া সম্ভব নয় ।