কলকাতা, 16 জুন : বাবা দীর্ঘদিন ধরেই অসুস্থ । ইদানিং তাঁর ডায়ালিসিস শুরু হয় । এই চিকিৎসায় বিশাল খরচ । এতদিন তাই জোগাতে হিমশিম খাচ্ছিলেন পেশায় মুরগি বিক্রেতা ছেলে ৷ তার উপর কোরোনা ভাইরাসের জেরে দীর্ঘ লকডাউন ৷ তাই বর্তমানে আয় কমে গিয়েছিল তাঁর৷ সংসার চালানোই দুরূহ হয়ে পড়েছিল পর্ণশ্রী থানা এলাকার পারুই দাসপাড়া রোডের মৃন্ময় দাসের৷ আবার বাবার চিকিৎসার খরচ ৷ আর এই দুয়ের জাঁতাকলে পড়ে মানসিক অবসাদে ভুগছিলেন মৃন্ময়বাবু ৷ তারপর গতকাল তিনি আত্মহত্যা করেন৷
পারুই দাসপাড়া রোডে নিজেদের দোতলা বাড়িতেই থাকতেন মৃন্ময় দাস । বয়স 51 বছর । সোমবার সকালে অনেক ডাকাডাকি করেও তিনি দরজা খুলেছিলেন না । পরে তাঁর স্ত্রী প্রতিবেশীদের ডাকেন । ভাঙা হয় ঘরের দরজা । দেখা যায় সিলিং ফ্যানে গামছা লাগিয়ে ঝুলছেন মৃন্ময় । প্রতিবেশীরাই তাঁকে উদ্ধার করে নিয়ে যায় বিদ্যাসাগর হাসপাতালে ৷ খবর দেওয়া হয় পর্ণশ্রী থানাতেও । হাসপাতালে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় ।