কলকাতা, 31 অগস্ট: শহরাঞ্চলের বায়ুদূষণ রুখতে সাইকেল সবচেয়ে বেশি প্রাসঙ্গিক ৷ এই দাবিতে বহুদিন ধরেই সরব কলকাতার সাইকেল চালকরা ৷ এ নিয়ে বহুদিন ধরে কলকাতার গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে সাইকেল লেন তৈরির দাবি জানাচ্ছিল বাইসাইকেল কলকাতা নামে একটি সংগঠন ৷ এবার তাঁদের সেই আন্দোলনকে স্বীকৃতি দিল রাষ্ট্রপুঞ্জের ইন্টা গভর্নমেন্টাল প্যানেল ফল ক্লাইমেট চেঞ্জ বা আইপিসিসি (UN IPCC) ৷
তবে, প্রথমটায় আইপিসিসি বায়ু দূষণরোধে সাইকেল সবচেয়ে বড় ভূমিকা (Role of Bicycles in Better Climate) নেয় এই তত্ত্বকে স্বীকৃতি দেয়নি ৷ চলতি বছরের জানুয়ারি মাসে আইপিসিসি-র ষষ্ঠ সমীক্ষার রিপোর্ট বেরয় ৷ যে 3 হাজার পাতার রিপোর্টের একটি অংশে কলকাতার ব্যস্ত রাস্তায় সাইকেল লেন তুলে দেওয়ার বিষয়টিকে মান্যতা দেওয়া হয়েছিল ৷ বলা হয়েছিল, যে শহরগুলিতে গুরুত্বপূর্ণ রাস্তায় সাইকেল লেন তুলে দেওয়া হয়েছে, তা গণপরিবহণের ক্ষেত্রে ইতিবাচক ৷
কিন্তু, সেই রিপোর্টের প্রতিবাদ জানিয়ে আইপিসিসি-কে মেল পাঠায় বাইসাইকেল কলকাতা ৷ সেখানে পরিবেশ রক্ষায় এবং বায়ুদূষণরোধে সাইকেলের কার্যকারিতা সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে আইপিসিসি-কে ৷ সেখানে 2008 সালে কলকাতার গুরুত্বপূর্ণ রাস্তায় সাইকেল লেন তুলে দেওয়ার পর থেকে হওয়া আন্দোলন এবং সরকারকে সাইকেল লেন চালুর দাবিতে করা আবেদনপত্রগুলির কপি আইপিসিসি-কে পাঠায় বাই সাইকেল কলকাতার সদস্যরা ৷