কলকাতা, 7 জুলাই:সময়টা ফেব্রুয়ারি মাস, ইউক্রেন রাশিয়া যুদ্ধকে ঘিরে তোলপাড় গোটা পৃথিবী । একাধিক ব্যবস্থা করে ফিরিয়ে আনা হয় ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের । সারা দেশ-সহ রাজ্যে ফিরে আসে শয়ে শয়ে ডাক্তারি পড়ুয়া(Ukraine Return Students) ।
তবে ফিরে আসার পর ভবিষ্যতে পড়াশোনার কী হবে সেই নিয়ে ক্রমশ দুশ্চিন্তা তাঁদের গ্রাস করেছিল । ভয় কাটলো পশ্চিমবঙ্গের ইউক্রেন ফেরত ডাক্তারি পড়ুয়াদের ৷ যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সাক্ষাৎ করেন তাঁদের সঙ্গে । পড়ুয়াদের বর্তমান অবস্থা জেনে আগামী দিনে ভারতেই কীভাবে পড়াশোনা চালিয়ে নিয়ে যাওয়া যায় সেই ব্যবস্থাই করেন তিনি । মুখ্যমন্ত্রীর কথামতো সমস্ত ক্লাস ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে । তবে রাজ্য অনুমতি দিলেও সায় দেয়নি কেন্দ্র । রাজ্যের সহযোগিতায় পড়াশোনা চালিয়ে গেলেও ন্যাশনাল মেডিক্যাল কাউন্সিল এখনও পর্যন্ত কোনওরকম সিদ্ধান্ত জানায়নি ।