কলকাতা, 19 সেপ্টেম্বর : কয়েকদিন আগেই রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের আবেদনের ভিত্তিতে রাজ্যের কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিকে অক্টোবরে চূড়ান্ত সেমেস্টারের পরীক্ষা নেওয়ার ছাড়পত্র দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (UGC) । সেই ছাড়পত্রের আগেই রাজ্যের কলেজ-বিশ্ববিদ্যালগুলি নিজেদের পরীক্ষা পদ্ধতি স্থির করে ফেলেছিল । কিন্তু, সার্বিকভাবে অক্টোবরে পরীক্ষা নেওয়ার ছাড়পত্র দিলেও কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পদ্ধতিতে বাদ সাধল UGC । সম্প্রতি UGC-র তরফে কলকাতা বিশ্ববিদ্যালয়কে জানানো হয়েছে, পরীক্ষার জন্য 24 ঘণ্টা সময় দেওয়া যাবে না ছাত্র-ছাত্রীদের । প্রশ্নপত্রের মানের ভিত্তিতে 2 থেকে 3 ঘণ্টা সময় দেওয়া যেতে পারে । নির্দেশ মেনে ফের পরীক্ষাসূচি বদলের পথে হাঁটছে কলকাতা বিশ্ববিদ্যালয় ।
গাইডলাইন মেনে, চূড়ান্ত বর্ষ ও সেমেস্টারের পরীক্ষা নিতেই হবে কলেজ ও বিশ্ববিদ্যালয়কে । কিন্তু কোরোনা আবহে সেপ্টেম্বরে পরীক্ষা নেওয়া সম্ভব নয়, তাই রাজ্য সরকার অক্টোবর মাসে পরীক্ষা নেওয়ার অনুমতি চেয়ে UGC-র কাছে আবেদন জানায় । আবেদনের অপেক্ষায় থাকাকালীন সময়ে সুপ্রিম কোর্টের নির্দেশকার প্রেক্ষিতে রাজ্যের প্রতিটি কলেজ-বিশ্ববিদ্যালয় পরীক্ষা নেওয়ার জন্য প্রস্তুতি নেয় । ঠিক করা হয় চূড়ান্ত বর্ষ ও সেমেস্টারের পরীক্ষা পদ্ধতি । কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়, স্নাতক ও স্নাতকোত্তরের চূড়ান্ত বর্ষ ও সেমেস্টারের পরীক্ষা বাড়িতে বসেই দেবেন পড়ুয়ারা । প্রশ্নপত্র অনলাইনে পাঠিয়ে দেওয়া হবে তাঁদের । প্রশ্নপত্র পাওয়ার পর তাঁরা সেগুলির উত্তর দিয়ে তা অনলাইন বা অফলাইন মাধ্যমে 24 ঘণ্টার মধ্যে জমা দিতে পারবেন বলে সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ।
আরও পড়ুন :বাড়িতে বসেই পরীক্ষা দেবেন B.Ed, M.Ed-এর চূড়ান্ত সেমেস্টারের পরীক্ষার্থীরা