পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

UGC New Guideline বিভিন্ন ক্ষেত্রের অভিজ্ঞ পেশাদারদের কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ানোর সুযোগ দেওয়ার সিদ্ধান্ত ইউজিসির - গেস্ট লেকচারার

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি (UGC) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিভিন্ন ক্ষেত্রের অভিজ্ঞ পেশাদারদের কলেজ ও বিশ্ববিদ্যালয়ে গেস্ট লেকচারার (Guest Lecturer) হিসেবে নিয়োগ করা হবে ৷ অভিজ্ঞতা হতে হবে অন্তত 15 বছর ৷ এক থেকে চার বছরের চুক্তিতে তাঁদের নিয়োগ করা হবে ৷

ugc-decides-to-appoint-professionals-and-experts-of-different-fields-as-guest-lecturer
UGC New Guideline বিভিন্ন ক্ষেত্রের অভিজ্ঞ পেশাদারদের কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ানোর সুযোগ দেওয়ার সিদ্ধান্ত ইউজিসির

By

Published : Aug 25, 2022, 1:59 PM IST

কলকাতা, 25 অগস্ট : উচ্চশিক্ষায় বড়সড় পরিবর্তনের পথে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (University Grant Commission) বা ইউজিসি ৷ এবার কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পড়ানোর জন্য বিভিন্ন পেশার বিশেষজ্ঞ ও অভিজ্ঞদের সুযোগ দিতে চলেছে তারা ৷ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে ইউজিসি (UGC) ৷ ফলে বিভিন্ন পেশায় কর্মরত যাঁরা অধ্যাপনাও করতে চান, তাঁদের জন্য ইউজিসির এই সিদ্ধান্ত অবশ্যই সুবর্ণ সুযোগ ৷

ইউজিসির বিজ্ঞপ্তি অনুসারে এই নিয়োগকে ‘প্রফেসর অফ প্র্যাকটিস’ বলা হচ্ছে ৷ এর খসড়া গাইডলাইনও (UGC New Guideline) প্রকাশ করা হয়েছে । সেখানে জানানো হয়েছে নয়া জাতীয় শিক্ষানীতি (National Education Policy) অনুসারে, স্ব স্ব ক্ষেত্রে বিশেষজ্ঞ, পেশাদার এবং শিল্পী, যাঁদের অবদানে সমৃদ্ধ হয়েছে সমাজ, তাঁদের গেস্ট লেকচারার (Guest Lecturer) হিসেবে কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলি নিয়োগ করা যাবে । ইঞ্জিনিয়ারিং, সমাজবিদ্যা, ফাইন আর্টস, প্রতিরক্ষা, সিভিল সার্ভিস, আইন, মিডিয়া, সাহিত্য-সহ একাধিক ক্ষেত্রে বিশেষজ্ঞদের অধ্যাপনার সুযোগ দেওয়া হবে (Professionals and Experts of Different Fields) ৷

ইউজিসির বিজ্ঞপ্তি

তবে নিয়োগ পাওয়ার ক্ষেত্রে কিছু শর্তও রয়েছে । সেই শর্তে বলা হয়েছে যে ইঞ্জিনিয়ারিং, বিজ্ঞান, প্রযুক্তি, বাণিজ্য, সমাজবিদ্যা, মিডিয়া, ফাইন আর্টস, উদ্যোগ, প্রশাসন, আইন এবং প্রতিরক্ষা ক্ষেত্রে থাকতে হবে অন্তত 15 বছরের অভিজ্ঞতা ৷ তাহলেই সংশ্লিষ্ট ব্যক্তিকে গেস্ট লেকচারার হিসেবে পড়ানোর সুযোগ দেওয়া হবে ৷

এই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতাকে বেশি গুরুত্ব দেওয়া হয়নি ৷ বরং যাঁকে দায়িত্ব দেওয়া হবে, তিনি নিজের পেশায় ঠিক কী অবদান রেখেছেন, তাঁর কী অভিজ্ঞতা, হাতে-কলমে পড়ুয়াদের কতটা শেখাতে পারবেন, সেই বিষয়গুলির উপর বেশি জোর দেওয়া হয়েছে ৷

যাঁরা এই সুযোগ পাবেন, তাঁদের সঙ্গে সংশ্লিষ্ট কলেজ বা বিশ্ববিদ্যালয় এক বছরের জন্য প্রাথমিক চুক্তি করবেন ৷ তবে তা সর্বাধিক চার বছরের জন্যও করা যেতে পারে ৷

শিক্ষামহল ইউজিসির এই সিদ্ধান্তকে উচ্চশিক্ষায় বড়সড় পরিবর্তন হিসেবেই দেখছে ৷ কারণ, বিভিন্ন ক্ষেত্রের পেশাদাররা নিজেদের অভিজ্ঞতার কথা পড়ুয়াদের সঙ্গে শেয়ার করতে পারবেন ৷ যা তাঁদের ভবিষ্যতের ব্যবহারিক জীবনে কাজে লাগবে ৷ যদিও এই সিদ্ধান্ত বিতর্কও তৈরি হতে পারে বলে অনেকে মনে করছেন ৷

আরও পড়ুন :20 বছরের আর্থিক খরচের হিসেব দিতে হবে কলেজগুলিকে, কড়া চিঠি ইউজিসি'র

ABOUT THE AUTHOR

...view details