কলকাতা, 8 জুলাই: ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন (ইউজিসি)-এর তালিকাভুক্ত কলেজগুলিকে দিতে হবে বরাদ্দ অর্থের খরচের খতিয়ান । এই মর্মে এবার কার্যত হুঁশিয়ারি দিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন । অভিযোগ, বারংবার জানানো সত্ত্বেও এই বিষয় উদাসীনতা দেখিয়েছে কলেজগুলি । সে কারণেই এবার কড়া হচ্ছে ইউজিসি ৷ ইউজিসি'র পক্ষ থেকে জানানো হয়েছে, এই সংক্রান্ত তথ্য দিতে না-পারলে কলেজগুলির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে ।
সম্প্রতি ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনের তরফে সব কলেজকে এই চিঠি পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে (UGC Letter to Colleges) । সেই চিঠিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে অবিলম্বে খরচের হিসেব দিতে ৷ গত 20 বছরে বরাদ্দকৃত টাকা কোন কোন খাতে কীভাবে খরচ করা হয়েছে তার পূর্ণাঙ্গ তথ্য চিঠি পাওয়ার 30 দিনের মধ্যে ইউজিসি'র কাছে জমা দিতে হবে কলেজগুলিকে ।