কলকাতা, 13 নভেম্বর : সিতাইয়ে বিএসএফের গুলি চালনার ঘটনায় তীব্র নিন্দা করলেন দিনহাটার তৃণমূল কংগ্রেস বিধায়ক উদয়ন গুহ (Udayan Guha) । সিতাইয়ে বিএসএফের গুলিতে অসমর্থিত সূত্র অনুযায়ী মোট 4 জনের মৃত্যু হয় । এই নিয়ে রিপোর্ট তলব করা হয়েছে । তার প্রেক্ষিতেই সরাসরি বিএসএফকে কাঠ গড়ায় তুলেছেন তিনি । উদয়ন গুহ স্পষ্ট অভিযোগ করেছেন, বিএসএফের মদতেই সীমান্ত এলাকায় চলে গরুপাচার । ভারতীয়দের ওপরেই জুলুমবাজি করে বিএসএফই ।
বিধানসভায় গতকাল সাংবাদিক সম্মেলন করেন উদয়ন ৷ সেখানে বিএসএফের গুলি চালানোর পদ্ধতি নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি । যেভাবে সরাসরি মাথায় গুলি চালানো হয়েছে তাতে এই ঘটনাকে পরিকল্পিত খুন আখ্যা দেন তিনি ।
সিতাইয়ে গুলি চালনার ঘটনায় তীব্র সমালোচনা করেছেন উদয়ন । দিনহাটার তৃণমূল কংগ্রেস বিধায়ক বলেছেন বিএসএফের মদতেই চলে গরুপাচার । দিনহাটায় সাংবাদিক বৈঠক করে এই ঘটনার সরাসরি বিএসএফকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তিনি । বলেন, "ভারতীয় সীমান্তের 150 গজ ভিতরে কাঁটা তারের বেড়া । ভারত তার নিজের জায়গা ছেড়ে কাঁটা তারের বেড়া দিচ্ছে । যত জুলুম ভারতীয়দের ওপর । বিএসএফের কী জুলুম আমরা জানি । আমরা যারা সীমান্ত এলাকায় ঘোরাঘুরি করি, আমরা জানি । আমাদের পর্যন্তও ছাড়ে না ওরা । গাড়ি আটকে নানা প্রশ্ন করে বিব্রত করে । সাধারণ মানুষও ওপরেও ওদের অত্যাচার বাড়বে ।" সিতাইয়ের ঘটনা নিয়ে অমিত শাহের মন্ত্রকের জবাবদিহি দাবি করেছেন তিনি ।