কলকাতা, 4 এপ্রিল : অবশেষে সিবিআই দফতরে নিজাম প্যালেসের 14 তলায় এসএসসির দুই আধিকারিক হাজিরা দিলেন । এদিন বিকেল সাড়ে পাঁচটা নাগাদ তাঁরা নিজাম পালেস আসেন । সঙ্গে ছিলেন কলকাতা পুলিশের একজন এসআই পদমর্যাদার অধিকারিক (SSC Officials at Nizam Palace) ।
হাইকোর্টের এসএসসির নিয়োগ নিয়ে দীর্ঘ টালবাহানার পর অবশেষে এদিন সিবিআইয়ের অফিসে হাজিরা দিলেন এসএসসির দুই আধিকারিক । হাইকোর্টের নির্দেশে তাঁরা হাজিরা দেন ৷ তবে এদিন নিজাম প্যালেসে ঢোকার সময় কোনও কথা বলতে চাননি তাঁরা (SSC Group D Recruitment Case at Calcutta High Court) ।