কলকাতা, ১ ফেব্রুয়ারি : হাসপাতালে ভরতি পরিজনকে দেখতে গেছিলেন দুই বোন । অভিযোগ, রোগীকে দেখতে দিতে যাওয়ার জন্য তাঁদের কাছে টাকা চান এক নিরাপত্তাকর্মী । টাকা দিতে অস্বীকার করায়, নিরাপত্তাকর্মী এবং আয়াদের সঙ্গে বচসা বাধে । আরও অভিযোগ, তীব্র বচসার সময় দুই বোনকে মারধর করেন অভিযুক্তরা । রোগীর এই দুই পরিজন অন্তঃসত্ত্বা । শুক্রবারের এই ঘটনা আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের । এই ঘটনায় তদন্ত কমিটি গড়েছে হাসপাতাল কর্তৃপক্ষ । আজ এই ঘটনার তদন্ত করা হবে । তদন্তে অভিযুক্তদের দোষ প্রমাণিত হলে, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ।
বেলগাছিয়ার বাসিন্দা দুই বোন অঞ্জু বিবি এবং মঞ্জু বিবি । শুক্রবার দুপুরে আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি তাঁদের কাকাকে দেখতে যান । ওই সময় ভিজ়িটিং আওয়ারস ছিল না । অভিযোগ, ভিজ়িটিং আওয়ারস না থাকার জন্য টাকা না দিলে হাসপাতালে ভরতি ওই রোগীর কাছে পরিজনদের যেতে দেওয়া হবে না বলে জানান কর্তব্যরত নিরাপত্তাকর্মী । ২০ টাকা চেয়েছিলেন নিরাপত্তাকর্মী । তবে, টাকা দিতে অস্বীকার করেন দুই বোন । এরপরে তাঁদের সঙ্গে নিরাপত্তাকর্মী এবং আয়াদের বচসা বাধে । দুই বোন বলেন, রোগীকে দেখতে যাওয়ার জন্য হাসপাতাল থেকে দেওয়া কার্ড ছিল । ওই কার্ডের মাধ্যমে একজনকে রোগীর কাছে যেতে দেওয়া হবে বলে প্রথমে জানিয়েছিলেন নিরাপত্তাকর্মী । একজন যেতেও চেয়েছিলেন । অভিযোগ, পরে মত বদল করেন নিরাপত্তাকর্মী । তখনই বচসা বাধে । এই বচসা এক সময় ধাক্কাধাক্কিতে পরিণত হয় ।