পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

জ্যোতিষীকে টাকা চেয়ে হুমকি, গড়িয়াহাট থেকে ধৃত দুই তোলাবাজ - police

মুক্তিপণ দিয়ে মেলেনি রেহাই ৷ তোলা চেয়ে নিয়মিত হুমকি দেওয়া হত এক জ্যোতিষীকে ৷ এরপরই গ্রেপ্তার করা হয় দুই দুষ্কৃতীকে৷

জ্যোতিষীকে টাকা চেয়ে হুমকি, গড়িয়াহাট থেকে ধৃত দুই তোলাবাজ

By

Published : Oct 21, 2019, 3:14 AM IST

কলকাতা, 21 অক্টোবর : প্রথমে অপহরণ করা হয়েছিল তাকে ৷ পরে প্রচুর টাকা মুক্তিপণ দিয়ে রেহাই মেলে ৷ এরপরও ভিন জেলা থেকে কলকাতার এক জ্যোতিষীকে তোলা চেয়ে হুমকি ফোন আসছিল বহুদিন ৷ বাধা দিয়েও লাভ হয়নি । এমনকি কল্যাণী এবং মগরা থেকে গড়িয়াহাটে জ্যোতিষের কার্যালয়ে সশরীরে হাজির হয়ে চলছিল হুমকি দেওয়া । বাধ্য হয়ে ইমনকল্যাণ ব্যানার্জি নামের ওই জ্যোতিষী খবর দেন গড়িয়াহাট থানায় । তার জেরে গ্রেপ্তার করা হল দুই যুবককে ।

দক্ষিণ কলকাতার রাসবিহারি অ্যাভিনিউয়ে ওই জ্যোতিষীর দপ্তর ৷ রোজ হুমকি ফোন আসায় বাধ্য হয়ে তিনি পুলিশকে জানান পুরো বিষয়টি । তদন্তে নামে গড়িয়াহাট থানা এবং গোয়েন্দা বিভাগের দুষ্কৃতীদমন বিভাগ । তৈরি হয় পরিকল্পনা । সেইমতোই গতকাল ডেকে পাঠানো হয় ওই দুষ্কৃতীদের । ওই জ্যোতিষী তাঁদের বলেন, চেম্বারে আসতে । তৈরি ছিল গড়িয়াহাট থানা এবং ARS অফিসাররা । ওই জ্যোতিষী চেম্বারে দুই তোলাবাজ আসতেই তাঁদের গ্রেপ্তার করা হয় । পুলিশ সূত্রে খবর ধৃতদের নাম সোনু সিং এবং অজয় রাজভর । সোনু কল্যাণীর বাসিন্দা । অজয়ের বাড়ি হুগলির মগরায় ।

তদন্তে নেমে পুলিশ জানতে পারে, এর আগে কৃষ্ণনগর থেকে তোলাবাজরা অপহরণ করেছিল ইমনকে । প্রচুর টাকা মুক্তিপণ দিয়েই সে যাত্রায় রেহাই মেলে । এ বিষয়ে গত 16 সেপ্টেম্বর কৃষ্ণনগর থানায় দায়ের হয়েছে মামলা । শুধুমাত্র সোনু এবং অজয় নয়, তাদের দলে আছে আরও দুই সাগরেদ । শ্যাম এবং সন্দীপ ভাণ্ডারি ৷ এই দু'জনই কৃষ্ণনগরের অপহরণের মূল চক্রীও ।

ABOUT THE AUTHOR

...view details