পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

রাজ‍্যে কোরোনা আক্রান্ত এক চিকিৎসক, সংখ্যা বেড়ে 20 - coronavirus treatment

image
কোরোনা আক্রান্ত

By

Published : Mar 29, 2020, 8:10 PM IST

Updated : Mar 29, 2020, 9:41 PM IST

20:05 March 29

কলকাতা, 29 মার্চ : রাজ্যে আরও দুই কোরোনা আক্রান্তের হদিস মিলল ৷ ফলে, রবিবার রাজ্যে কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল 20 । স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, গতরাতে উত্তরবঙ্গে 44 বছরের এক মহিলার শরীরে COVID-19-এর খোঁজ পাওয়া যায় ৷ আজ, 52 ও 66 বছর বয়সি দুই ব্যক্তির শরীরে COVID-19-এর সংক্রমণের খোঁজ পাওয়া গেছে। স্বাস্থ্য দপ্তরের খবর অনুযায়ী, এখনও পর্যন্ত এরাজ্যে 20 জন কোরোনা আক্রান্ত হয়েছেন । মৃত্যু হয়েছে একজনের ।

আজ যে দুই ব্যক্তির শরীরে COVID-19 পজ়িটিভ পাওয়া গেছে, তাঁদের মধ্যে একজন চিকিৎসক । 52 বছ‍র বয়সি ওই চিকিৎসক আলিপুরের কমান্ড হাসপাতালে কর্মরত । ওই হাসপাতালেই তিনি চিকিৎসাধীন রয়েছেন । সম্প্রতি দিল্লি থেকে ফিরেছিলেন । 66 বছর বয়সি অন্য এক কোরোনা আক্রান্ত ব্যক্তি বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন । দু'জনেই কলকাতার বাসিন্দা বলে জানা গেছে। তাঁদের বিষয়ে খোঁজখবর শুরু করেছে স্বাস্থ্য দপ্তর । তাঁদের সংস্পর্শে অন্য কারা এসেছিলেন, তা খোঁজ নিয়ে দেখা হচ্ছে । 

অন্যদিকে গতরাতে উত্তরবঙ্গে যে আক্রান্তের খোঁজ পাওয়া গেছিল, তিনি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন । এই আক্রান্তের বিষয়ে রবিবার সকাল থেকেই খোঁজখবর শুরু করেছে স্বাস্থ্য দপ্তর । স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, এই তিনজনের শ্বাসকষ্টের সমস্যা দেখা দিয়েছিল । নমুনা পরীক্ষার রিপোর্টে COVID-19 পজ়িটিভ পাওয়া গেছে।

রাজ্য স্বাস্থ্য দপ্তর আরও জানিয়েছে, আজ পর্যন্ত COVID-19-এর সংক্রমণ সন্দেহে 457 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে । এর মধ্যে 417 জনের নমুনার রিপোর্টে নেগেটিভ এসেছে । আরও 20টি নমুনার রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে । রাজ্যের বিভিন্ন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে 171 জন ভরতি রয়েছেন । এখনও পর্যন্ত হোম আইসোলেশন রয়েছেন 44,837 জন ।

Last Updated : Mar 29, 2020, 9:41 PM IST

ABOUT THE AUTHOR

...view details