কলকাতা, 21 জানুয়ারি: এলাকা দখলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ কলকাতার প্রিন্স আনোয়ার শাহ রোড এবং তার পাশ্ববর্তী অঞ্চল (Clash In Kolkata) ৷ ঘটনাটি ঘটে বৃহস্পতিবার গভীর রাতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এলাকা দখলকে কেন্দ্র করে দুষ্কৃতীদের দুই গোষ্ঠী একে ওপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
স্থানীয় চায়ের দোকানে বসে থাকা দুষ্কৃতীদলের একজনের উপর আক্রমণ চালায় বিরোধী দুষ্কৃতী দলের কয়েকজন। ক্রমেই এই ঝামেলা গুরুতর আকার ধারণ করে। এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। সংঘর্ষে জখম হয় দু'জন। তারা আপাতত হাসপাতালে চিকিৎসাধীন।