পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

মানিকতলায় আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার ২ দুষ্কৃতী - কসবা

মানিকতলা থেকে গ্রেপ্তার দুই দুষ্কৃতি ৷ ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ ৷

two miscreants are arrested by police from Kasba
উদ্ধার আগ্নেয়াস্ত্র সহ কার্তুৃজ

By

Published : Dec 21, 2019, 7:06 PM IST

কলকাতা, 21 ডিসেম্বর : দুই দুষ্কৃতির খোঁজ চলছিল দীর্ঘদিন ধরেই ৷ অবশেষে এল সাফল্য ৷ মানিকতলা থেকে গ্রেপ্তার করা হয় তাদের ৷ কয়েকটি মামলায় অভিযুক্ত তারা ৷ ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র ৷

এলাকা দখলের লড়াই, তোলাবাজি, ক্লাবে ভাঙচুর চালানোর পাশাপাশি আগ্নেয়াস্ত্র দেখিয়ে শাসানোর অভিযোগ ছিল কসবার ধর্মতলা লেনের মিন্টু ভাঞ্জা ওরফে মিন্টার বিরুদ্ধে । মিন্টুর দলেরই আর এক সদস্য পাপাই মণ্ডল । তার বিরুদ্ধেও একই অভিযোগ । পাপাইয়ের বাড়ি কসবার শরৎ ঘোষ গার্ডেন রোডে । গতকাল সন্ধ্যায় তারা জড়ো হয় মানিকতলা থানা এলাকায় । গোপন সূত্রে খবর পেয়ে প্রথমে তাদের আটক করে পুলিশ । মিন্টার কাছে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র । পরে তাদের নিয়ে পাপাইয়ের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ । সেখান থেকে উদ্ধার হয় তিনটি কার্তুজ ।

মিন্টু এবং পাপাই মানিকতলায় কী মতলবে এসেছিল তা জানার চেষ্টা চলছে । পুলিশের দাবি, তাদের সঙ্গীরাও ওই চত্বরেই ছিল । কিন্তু মুখ চেনা না থাকায় তাদের গ্রেপ্তার করা যায়নি । আগ্নেয়াস্ত্র এবং কার্তুজগুলি বাজেয়াপ্ত করেছে পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details