কলকাতা, 15 এপ্রিল :খোদ পশ্চিমবঙ্গের রাজধানীতে কোভিড সংক্রমণের মাত্রা এক ভয়ঙ্কর আকার নিয়েছে । আক্রান্তের সংখ্যা লাফিয়ে লিফিয়ে বাড়ছে প্রতিদিনই। এই ভয়ঙ্কর পরস্থিতিতে শুধুমাত্র সরকারি হাসপাতালের কোভিড পরিষেবার উপর আর নির্ভর করা যাবে না । একই রকম ভাবে এগিয়ে আসতে বেসরকারি হাসপাতালগুলিকেও । তাই অবিলম্বে রাজ্য স্বাস্থ্য দফতর বেসরকারি হাসপাতালগুলিকে কোভিড বেডের সংখ্যা বাড়ানোর নির্দেশ দিক । এই মর্মে রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিল দু’টি চিকিৎসক সংগঠন।
ওই দুই চিকিসৎসক সংগঠেনের আরও দাবি, এই পরিস্থিতি মোকাবিলা করার জন্য যেন অবিলম্বে 24 ঘণ্টার কন্ট্রোল রুম খোলা হয় । নাম প্রকাশে অনিচ্ছুক এক স্বাস্থ্য দফতরের কর্তার মতে, দুই চিকিৎসক সংগঠনের দাবি খুবই যুক্তিযুক্ত । কিন্তু বিশেষত জেলাগুলির ক্ষেত্রে এই দাবি কতটা প্রয়োগ করা সম্ভব, সেটা নিয়ে সন্দেহ থেকেই যায় । তাঁর কথায় ‘‘এক তো হলো রাজধানী কলকাতার তুলনায় জেলাগুলিতে বেসরকারি হাসপাতালের সংখ্যা নগণ্য । দ্বিতীয়ত হল, জেলার বেশিরভাগ হাসপাতালগুলিতে সেই পরিকাঠামো নেই, যেখানে কোভিড বেডের সংখ্যা বেশ কিছু বাড়ানো যায় । শুধুমাত্র বেডের সংখ্যা বাড়ালেই তো হল না । এর সঙ্গে চাই সিসিইউ এবং আইসিইউ-র পর্যাপ্ত ব্যবস্থা ৷ যা জেলার বেশির ভাগ বেসরকারি হাসপাতালের ক্ষেত্রে অসম্ভব । এই ক্ষেত্রে আমাদের দেখতে হবে যাতে জেলার সরকারি হাসপাতালগুলিতেই যতটা সম্ভব কোভিড বেডের সংখ্যা বাড়ানো যায় ৷’’