কলকাতা, 3 অগস্ট: একই সংস্থায় সমান অংশীদারিত্ব রয়েছে পার্থ চট্টোপাধ্য়ায় (Partha Chatterjee) এবং তাঁর 'ঘনিষ্ঠ' অর্পিতা মুখোপাধ্য়ায়ের (Arpita Mukherjee) ! আদালতে এমনটাই দাবি করেছে শিক্ষক নিয়োগ দুর্নীতির (SSC Recruitment Scam) তদন্তে নিযুক্ত ইডি (Enforcement Directorate) ৷ কেন্দ্রীয় গোয়েন্দাদের বক্তব্য, এক সপ্তাহেরও বেশি সময় ধরে এই দুই অভিযুক্ত তাঁদের হেফাজতে রয়েছেন ৷ কিন্তু, তাঁদের জেরা করে এখনও সন্তুষ্ট নন তদন্তকারীরা ৷ কারণ, পার্থ-অর্পিতার কাছ থেকে আরও অনেক গোপন তথ্য বের করা দরকার ৷ আর এই কারণেই ফের একবার এই জুটিকে হেফাজতে নিল ইডি (ED) ৷ তাদের আবেদনের ভিত্তিতে আগামী 5 অগস্ট পর্যন্ত পার্থ-অর্পিতার ইডি হেফাজত (ED Custody) মঞ্জুর করল ব্যাঙ্কশাল আদালত (Bankshall Court) ৷
বুধবার পার্থ ও অর্পিতাকে ফের একবার আদালতে পেশ করা হয় ৷ এজলাসে ইডি-এর তরফে জানানো হয়, তদন্তে নেমে এখনও পর্যন্ত মোট 9টি ফ্ল্য়াটের হদিশ পেয়েছে তারা ৷ যার মধ্যে পাঁচটির মালিকানা রয়েছে শুধুমাত্র অর্পিতার নামে ৷ আর বাকি চারটি পার্থ এবং অর্পিতার যৌথ সম্পত্তি বলে জানা গিয়েছে ৷ এছাড়াও অপা ইউটিলিটিস নামে একটি সংস্থার খোঁজ মিলেছে ৷ এই সংস্থায় পার্থ এবং অর্পিতার 50 শতাংশ করে অংশীদারিত্ব রয়েছে ৷ সেইসঙ্গে, একাধিক অভিযানে প্রচুর গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করেছেন ইডি গোয়েন্দারা ৷ ফরেনসিক বিভাগ সেগুলি খতিয়ে দেখছে ৷ খতিয়ে দেখা হচ্ছে একাধিক ব্যাংক অ্য়াকাউন্ট ৷ এই অবস্থায় পার্থ এবং অর্পিতাকে হেফাজতে নেওয়া জরুরি বলে আদালতে সওয়াল করেন ইডি-এর আইনজীবী ৷