কলকাতা, 6 এপ্রিল : পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপির ভরাডুবির পর প্রথমবার এই রাজ্যে পা রাখতে চলেছেন অমিত শাহ (Union Home Minister Amit Shah) ৷ দু’দিনের সফরে তিনি আসছেন বাংলায় (Two Days Bengal Visit of Amit Shah) ৷ আগামী 16 এপ্রিল তিনি থাকবেন উত্তরবঙ্গে ৷ তার পর দিন 17 এপ্রিল তিনি কলকাতায় থাকবেন ৷ এই সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে যেমন তিনি সরকারি কর্মসূচিতে অংশগ্রহণ করবেন, তেমনই বিজেপির অন্যতম হেভিওয়েট কেন্দ্রীয় নেতা হিসেবে বঙ্গের গেরুয়া শিবিরের সংগঠনের হালহকিকৎ নিয়ে খোঁজ খবর নেবেন ৷ অন্তত বিজেপি সূত্রে তেমনই জানা গিয়েছে ৷
বাংলার প্রধান বিরোধী দলের ওই সূত্রের দাবি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফরসূচি তাঁর মন্ত্রক থেকে চূড়ান্ত হয়েছে ৷ 16 এপ্রিল পশ্চিমবঙ্গে এসে অমিত শাহ উত্তরবঙ্গের তিনবিঘায় যাবেন ৷ সেখানে যোগ দেবেন সরকারি কর্মসূচিতে ৷ ওইদিনই উত্তরবঙ্গে বিজেপির সাংগঠনিক জেলার সভাপতিদের সঙ্গে বৈঠকও করবেন অমিত শাহ ৷
পরদিন কলকাতায় মূলত দলের কর্মসূচিতেই অংশ নেবেন অমিত শাহ ৷ বিজেপি সূত্রের খবর, দক্ষিণবঙ্গের সাংগঠনিক জেলার সভাপতিদের সঙ্গে তিনি বৈঠক করবেন ৷ এছাড়া দলের কোর গ্রুপ অর্থাৎ রাজ্যস্তরের শীর্ষ নেতাদের সঙ্গেও আলাদাভাবে কথা বলবেন তিনি ৷