কলকাতা, 27 অক্টোবর : এমনিতেই লম্বা ছুটির মরশুম কেটেছে শারদীয়ায় । লক্ষ্মীপুজো পর্যন্ত ছুটি ছিল সরকারি কর্মীদের । 25 অক্টোবর খুলেছে সরকারি অফিস ৷ সোমবার অফিস খুলতেই আবার সরকারি কর্মীদের সুখবর শোনাল নবান্ন । মমতা বন্দোপাধ্যায়ের প্রতিশ্রুতি অনুযায়ী, এবার ছট পুজোর জন্য দু'দিন ছুটি থাকবে রাজ্যে । নবান্নের তরফ থেকে এমনটাই জানানো হয়েছে ।
এবার ছট পুজোর ছুটির দিন একটু পরিবর্তন হচ্ছে । ছটপুজো উপলক্ষে 9 ও 10 নভেম্বর ছুটি ঘোষণা করা হয়েছিল আগে । তা পরিবর্তিত হয়ে 10 ও 11 নভেম্বর ছুটি থাকছে । গত তিন বছর ধরে ছটপুজোয় দু'দিন ছুটি দেওয়া হচ্ছে । এবারও তার অন্যথা হচ্ছে না । শুধু দিন পরিবর্তন হচ্ছে । একদিন করে পিছিয়ে যাচ্ছে ছুটির দিন ।