কলকাতা, 17 ফেব্রুয়ারি : পোলবায় পুলকার দুর্ঘটনায় জখম দুই শিশু দিব্যাংশ ভকত এবং ঋষভ সিংয়ের শারীরিক অবস্থা এখনও সংকটে রয়েছে । তবে, দিব্যাংশ ভকতের অবস্থা তুলনায় কিছুটা ভালো বলে চিকিৎসকরা বলছেন ৷ অন্যদিকে, ঋষভ সিংয়ের শারীরিক অবস্থার বিষয়ে চিকিৎসকরা এখনও উদ্বিগ্ন বলে জানা গেছে । এই দুই শিশুর চিকিৎসা চলছে SSKM হাসপাতালে ।
দিব্যাংশ ও ঋষভের শারীরিক অবস্থার বিষয়ে সোমবার SSKM হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল (MSVP) রঘুনাথ মিশ্র বলেন, "দিব্যাংশ ভকতের ক্ষেত্রে যতটা আশঙ্কা করা হয়েছিল, ততটা সংক্রমণ হয়নি । অ্যান্টিবায়োটিকে কাজ হচ্ছে । এখনও ভেন্টিলেশনে রয়েছে । তবে, দিব্যাংশের ফুসফুস নিজে কাজ করছে । আগের তুলনায় এখন অবস্থা ভালো । কিন্তু, এখনও সংকটে রয়েছে ।" সংকটে কেন জানতে চাওয়া হলে তিনি বলেন, "কারণ সংক্রমণ যে আর হবে না, তার কোনও নিশ্চয়তা নেই । কেননা, অনেক দিন পরেও জীবাণুগুলি বেড়ে যেতে পারে । এসব সত্ত্বেও কিছুটা হলেও দিব্যাংশের ক্ষেত্রে আমরা আশার আলো দেখতে পাচ্ছি ।"