কলকাতা, 1 অগস্ট: দুর্নীতি কাণ্ডে(Recruitment Scam) এখনও পর্যন্ত সল্টলেক সিজিও কমপ্লেক্সের সাত তলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের(ED) কনফারেন্স রুমের পাশেই পৃথক লকআপে রয়েছেন অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়(Partha Chatterjee) এবং অর্পিতা মুখোপাধ্যায়(Arpita Mukherjee) । কিন্তু পার্থ এবং অর্পিতা লকআপে থাকাকালীন তাঁদের সমস্ত গতিবিধির উপর নজর রাখছে দুটি অত্যাধুনিক মানের সিসিটিভি ক্যামেরা(CCTV cameras) ।
এই সিসিটিভি ক্যামেরাগুলি সরাসরি মনিটরিং করছেন ইডির গোয়েন্দারা । তাঁদের গতিবিধির উপর নজর রাখার জন্য 24 ঘন্টা একজন করে ইডির গোয়েন্দা মনিটরের ওপর চোখ রেখেছেন । মূলত পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের লকআপে থাকাকালীন তাঁদের গতিবিধি ও বডি ল্যাঙ্গুয়েজ বোঝার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা । পাশাপাশি জিজ্ঞাসাবাদ চলাকালীন অর্পিতা এবং পার্থর ভিডিওগ্রাফিও করা হচ্ছে ৷ সেই ভিডিওগ্রাফির মাধ্যমে গোটা তদন্ত প্রক্রিয়া রেকর্ডে রাখছেন ইডির গোয়েন্দারা বলে খবর(Two CCTV cameras monitoring Partha Arpita movements in lockup) ।