কলকাতা, 12 এপ্রিল :আজ আসানসোল লোকসভা এবং বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে চলছে উপনির্বাচন। দুই কেন্দ্রে সুষ্ঠ নির্বাচন করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন ৷ আসানসোলের 100 শতাংশ বুথকে স্পর্শকাতর ঘোষণা করা হয়েছে ৷ আসানসোলে বাড়ানো হয়েছে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা ৷ উপনির্বাচনের জন্য খোলা হয়েছে কন্ট্রোল রুম (WB By Poll 2022)। 24 ঘণ্টার জন্য খোলা থাকবে এই কন্ট্রোল রুম। কন্ট্রোল রুমের নম্বর-033 2479 5726। সকাল থেকে বেশ কয়েকটি অভিযোগ জমা পড়েছে কমিশনের কন্ট্রোল রুমে ৷ অভিযোগ পাওয়ার পর দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে কমিশনের তরফে ৷
নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, যে যে এলাকাগুলিতে আজ ভোটগ্রহণ চলছে সেখানকার ভোটাররা অভিযোগ জানাতে যোগাযোগ করতে পারবেন উপরোক্ত নম্বরে। ভোটার থেকে প্রার্থী সকলেই অভিযোগ জানাতে পারবেন সংশ্লিষ্ট নম্বরে ৷