কলকাতা, 4 অগস্ট: বাগবাজারে দুই বন্ধুর রহস্য মৃত্যু ৷ বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে শ্যামপুকুর থানা এলাকার বাগবাজারের নন্দলাল রোডে (body recovered from Baghbazar) ৷ এখানকার একটি ঘর থেকে এদিন ওই দুই ব্যক্তির দেহ উদ্ধার হয় ৷ পরে আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁদের মৃত ঘোষণা করেন । মৃতদের নাম শুভেন্দু ধর এবং প্রদীপ সাহা । দু'জনেরই বয়স 40 বছরের ঊর্ধ্বে । শ্যামপুকুর থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ ৷
জানা গিয়েছে, এদিন দুপুরবেলায় ওই দুই ব্যক্তিকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন এলাকার বাসিন্দারা । একই বাড়িতে থাকতেন এই দুই বন্ধু । বেশ কিছুদিন তাঁদের পাড়ায় সেভাবে মেলামেশা করতে দেখা যায়নি বলে এলাকার বাসিন্দারা জানিয়েছেন । পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থল থেকে বিষের বোতল পাওয়া গিয়েছে । অনুমান করা হচ্ছে বিষ খেয়ে তাঁরা আত্মঘাতী হয়েছেন । কিন্তু আচমকাই বিষ খেয়ে দুই বন্ধু আত্মঘাতী হলেন কেন তা জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা ৷