কলকাতা, 18 সেপ্টেম্বর : রাতের কলকাতায় আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ নিয়ে ঘুরছিল দুই দুষ্কৃতী । সূত্র মারফত খবর পেয়ে তাদের প্রথমে আটক করে পুলিশ । এরপর তল্লাশি চালাতেই বেরিয়ে পড়ে আগ্নেয়াস্ত্র । সঙ্গে পাওয়া যায় দু'টি তাজা কার্তুজ। পুলিশের প্রাথমিক সন্দেহ ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল তারা । ওই দুই দুষ্কৃতীকেই গ্রেপ্তার করেছে পুলিশ । গতরাতে কলকাতার গড়ফা থানা এলাকার ঘটনা ।
রাত তখন প্রায় একটা । প্রিন্স আনোয়ার শাহ রোডের পূর্বাচল ক্রসিংয়ের কাছে আটকানো হয় ভাস্কর মাঝি এবং মনোজ ঘোষকে । পুলিশের কাছে আগেই খবর ছিল এই দু'জনের বিষয়ে । সেই সূত্রেই তাদের আটক করা হয় । শুরু হয় তল্লাশি । বছর চল্লিশের ভাস্কর ওরফে হালদারের কাছে পাওয়া যায় একটি সিঙ্গল শটার পিস্তল । তার বাড়ি দক্ষিণ 24 পরগনার রায়দিঘিতে । 27 বছরের মনোজের প্যান্টের পকেট থেকে উদ্ধার হয় কার্তুজ । তার বাড়ি দক্ষিণ পূর্বাচল হাসপাতাল রোডে । এরপরই দুজনকে গ্রেপ্তার করে পুলিশ ।