পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ, দিল্লি থেকে গ্রেপ্তার 2

গত বছর অমিতাভ ঘোষ নামে এক ব্য়ক্তি কলকাতা পুলিশের সাইবার ক্রাইম থানায় অভিযোগ করেন, নামি মেডিসিন ম্যানুফ্যাকচারার কোম্পানিতে চাকরি পাইয়ে দেওয়ার নামে তাঁর সঙ্গে প্রতারণা করা হয়েছে ৷

fake job racket in kolkata
চাকরির প্রতারণার চক্র

By

Published : Feb 27, 2020, 5:22 AM IST

কলকাতা, 27 ফেব্রুয়ারি : চাকরি দেওয়ার নামে ফের প্রতারণার অভিযোগ উঠল কলকাতায় । তবে এবার পুরোটাই ইন্টারনেটের মাধ্যমে হয়েছে। সেই সূত্রেই তদন্ত করে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম থানা । আর তাতে দিল্লি থেকে গ্রেপ্তার করা হয়েছে চক্রের দুই পান্ডাকে । ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ ।

পুলিশ সূত্রে খবর, গতবছর 4 ডিসেম্বর কলকাতা পুলিশের সাইবার ক্রাইম থানায় একটি অভিযোগ দায়ের হয় । অভিযোগ দায়ের করেন আমহার্স্ট স্ট্রিট থানা এলাকার অমিতাভ ঘোষ । তিনি পুলিশকে জানান, গত বছর 18 অক্টোবর একটি ই-মেল আইডির সাহায্য নিয়ে প্রতারণা করা হয় । বলা হয়, একটি নামি ওষুধ উৎপানকারী কম্পানিতে চাকরি পাইয়ে দেওয়া হবে তাঁকে । মোটা টাকার মাইনের কথা বলা হয় । এক্ষেত্রে যে ই-মেল আইডিটি ব্যবহার করা হয়েছিল তা হল recruientssecelect.com ৷ ফোনে ইন্টারভিউ হয় । কিন্তু বেশ কিছুদিন কেটে যাওয়ার পরও চাকরি পাননি অমিতাভ । তিনি বুঝতে পারেন, প্রতারণা চক্রের শিকার হয়েছেন । এরপর পুলিশের দ্বারস্থ হন তিনি ৷

পুলিশ সূত্রে খবর, অভিযোগকারী প্রায় 1 লাখ 67 হাজার টাকা ট্রান্সফার করেছিল দুটি অ্যাকাউন্টে । আর সেটাই হাতিয়ার হয় তদন্তকারীদের । ব্যাঙ্ক ডিটেলের সূত্র ধরেই গ্রেপ্তার করা হয়েছে 36 বছরের জগদীপ সিং অরোরা এবং প্রদীপ কুমারকে । জগদীপ দিল্লির রোহিনি এলাকার বাসিন্দা । 44 বছরের প্রদীপ থাকে নয়া দিল্লির সঙ্কুবান্তি এলাকায় । তাদের কলকাতায় আনার চেষ্টা করছে পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details