পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

টুইটে টক্কর তথাগত-চন্দ্রিমার, ঘরছাড়াদের ফেরানোর আশ্বাস সরকারের - তথাগত রায়

ঘরছাড়াদের ঘরে ফেরাবে সরকার ৷ এমনই প্রতিশ্রুতি দিলেন চন্দ্রিমা ভট্টাচার্য ৷ তবে এই নিয়ে টুইটে তাঁর টক্কর বাঁধল বিজেপি নেতা তথাগত রায়ের সঙ্গে ৷

twitter war between bjp leader tathagata roy and bengal minister chandrima bhattacharya
টুইটে টক্কর তথাগত-চন্দ্রিমার, ঘরছাড়াদের ফেরানোর আশ্বাস সরকারের

By

Published : Jun 7, 2021, 5:01 PM IST

কলকাতা, 7 জুন :একদিকে যখন রাজ্যপাল জগদীপ ধনকড় ও তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের টুইট যুদ্ধে সরগরম রাজ্য রাজনীতি, তখনই টুইটারে টক্কর চলছে আরও দুই নেতা-নেত্রীর ৷ বিজেপির ঘরছাড়াদের ঘরে ফেরানো নিয়ে গত শুক্রবার থেকে টুইট-বাণ চালাচালি চলছে বিজেপি নেতা তথাগত রায় (Tathagata Roy) ও মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের (Chandrima Bhattacharya) মধ্যে ৷ এখনও সেই ধারা জারি রয়েছে ৷ তথাগত চন্দ্রিমার মেইল আইডি ও হোয়াটসঅ্যাপ নম্বর চাওয়ায় মন্ত্রী জানিয়ে দিলেন, "আমায় সরাসরি মেসেজ করুন, মেইল আইডি পাঠাব ।"

ঘটনার সূত্রপাত গত বৃহস্পতিবার । দলে তাঁর বিরোধী গোষ্ঠীর নেতা দিলীপ ঘোষ ও কৈলাস বিজয়বর্গীয়দের বিঁধে টুইট করেন প্রবীণ বিজেপি নেতা তথাগত রায় । তিনি জানান, দলের ঘরছাড়াদের অভিযোগ শুনে তিনি অসহায় বোধ করছেন । সেই টুইট দেখে চন্দ্রিমা ভট্টাচার্য টুইটে তথাগতর থেকে বিজেপির ঘরছাড়াদের নামের তালিকা চেয়ে পাঠান । রাজনৈতিক রঙ না-দেখে সবাইকে ঘরে ফেরানো হবে বলে আশ্বাস দেন তিনি ।

আরও পড়ুন :আঙ্কেলজি, আপনার ওএসডি-রা রাজভবনে ঢুকলেন কীভাবে ? ধনকড়কে পাল্টা মহুয়ার

তবে তাঁর হাতে সম্পূর্ণ তালিকা না থাকায় তথাগত ফের চন্দ্রিমাকে ট্যাগ করে টুইটে জানান, "প্রতিশ্রুতি মতো, আমি তালিকা দিতে শুরু করেছি ৷ দয়া করে দুটো বিষয় মাথায় রাখুন ৷ প্রথমত, এটা হিমশৈলের চূড়া মাত্র ৷ দ্বিতীয়ত, তথ্য সংগ্রহ করার উপাদান আমার কাছে সীমাবদ্ধ ৷ আগেও বলেছি, দয়া করে আপনাদের পুলিশকে ব্যবহার করে ঘরছাড়াদের খুঁজে বের করুন ও তাঁদের পুনর্বাসনের ব্যবস্থা করুন ৷"

আরও পড়ুন:কুৎসা না করে বিরোধী দলনেতার কাজ করুন, শুভেন্দুকে আক্রমণ অভিষেকের

ঘরছাড়াদের তালিকা পাঠানোর জন্য রবিবার টুইট করে চন্দ্রিমা ভট্টাচার্যের ইমেইল আইডি ও হোয়াটসঅ্যাপ নম্বর চেয়ে পাঠান বিজেপি নেতা তথাগত রায় ৷ তাঁর টুইট দেখে চুপ করে বসে থাকেননি চন্দ্রিমাও ৷

তিনি টুইটে বিজেপি নেতার উদ্দেশে লেখেন, "ধন্যাবাদ ! আমি আপনার সীমাবদ্ধতা বুঝি এবং আশ্বস্ত করছি, পশ্চিমবঙ্গ সরকার সব ঘরছাড়া মানুষকে পুনর্বাসন দিতে প্রতিনিয়ত কাজ করছে ৷ দয়া করে আমাকে ডিরেক্ট মেসেজ করুন, যাতে আমি আপনাকে ইমেইল আইডি শেয়ার করতে পারি ৷ কারণ আমি আপনাকে সরাসরি মেসেজ করতে পারছি না ৷ ধন্যবাদ ৷"

ABOUT THE AUTHOR

...view details