কলকাতা, 24 ডিসেম্বর : জবুথবু শীতের পরিধানযোগ্য পোশাক বেছে ক্রিসমাসে পার্ক স্ট্রিট যাওয়ার পরিকল্পনা করছেন ? তাহলে বদলাতে পারেন আপনার সেই পরিকল্পনা ৷ কারণ, হাওয়া অফিসের পূর্বাভাস বলছে বড়দিন এবং নতুন বছরে তাপমাত্রা অনেকটাই বাড়বে শহর কলকাতায় ৷ কারণ চলতি সপ্তাহের শেষে জোড়া পশ্চিমী ঝঞ্ঝায় উত্তুরে হাওয়ার অবাধ প্রবেশে ঘটবে বাধা । ফলে কনকনে শীতের আপাতত বিরতি (Twin western storms interrupt Winter in Kolkata during Christmas and New Year celebrations)।
ঠান্ডা কমবে কলকাতার তৎসংলগ্ন অঞ্চলেও। আলিপুর হাওয়া অফিস থেকে বুধবারই বলা হয়েছিল জবুথবু শীতের মেয়াদ মেরেকেটে আর আটচল্লিশ ঘণ্টা ৷ 25 ডিসেম্বর শহর কনকনে ঠান্ডা নয়, বরং অপেক্ষাকৃত উষ্ণ থাকবে । সেই মতো তাপমাত্রার পারদ উঠতে শুরু করেছে উপরের দিকে । বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে 23.7 ডিগ্রি এবং 13.1 ডিগ্রি সেলসিয়াস । শুক্রবারও আবহাওয়া থাকবে রৌদ্রজ্জ্বল । সর্বোচ্চ 25 ডিগ্রি এবং সর্বনিম্ন 14 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে তাপমাত্রার পারদ । যা ধীরে-ধীরে আরও বাড়বে ।