কলকাতা, 10 জানুযারি : ফের ‘অপমানিত’ পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড় (West Bengal Governor Jagdeep Dhankhar) ৷ এবার তাঁর অভিযোগ রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ও রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যর বিরুদ্ধে ৷ তাঁর তলব উপেক্ষা করায় এবং অন্য কোনও শীর্ষ আধিকারিককে দেখা করতে না পাঠানোয় অপমানিত বোধ করছেন রাজ্যপাল ৷
এখানে উল্লেখ করা প্রয়োজন, গত 7 জানুয়ারি পশ্চিম মেদিনীপুরের নেতাই যাওয়ার পথে পুলিশি বাধার মুখে পড়েন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Leader of Opposition Suvendu Adhikari) ৷ কলকাতা হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও তাঁকে নেতাই যেতে বাধা দেওয়া হয় বলে তিনি অভিযোগ করেন ৷ রাজ্যপালের কাছে তিনি চিঠি পাঠান (Suvendu writes letter to Dhankahr) ৷
পরদিন, 8 জানুয়ারি এই নিয়ে বিস্তারিত তথ্য জানতে চেয়ে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ও রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যকে তলব করেন রাজ্যপাল ৷ আজ, সোমবার সকাল 11টার মধ্যে তাঁদের রাজভবনে উপস্থিত হওয়ার নির্দেশ দেন তিনি ৷
কিন্তু এই দুই আধিকারিক করোনা সংক্রান্ত কারণে আইসোলেশনে আছেন জানতে পেরে রবিবার রাতেই রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব ও পুলিশের কোনও শীর্ষ আধিকারিককে পাঠাতে বলেন ধনকড় ৷ তিনি নিজেই টুইট করে সেকথা জানিয়েছিলেন ৷