কলকাতা, 14 জুন: প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ছেলে অভিজিৎ মুখোপাধ্যায় (Abhijit Mukherjee) কি কংগ্রেস ছেড়ে দিচ্ছেন ? তিনিও কি এ বার তৃণমূল কংগ্রেসের (TMC) দিকে পা বাড়াচ্ছেন ? তাঁর সাম্প্রতিক টুইটের পরই এই নিয়ে জল্পনা শুরু হয়েছে ৷ প্রাক্তন কংগ্রেস সাংসদ সেই জল্পনা উড়িয়ে দিয়েছিলেন ৷
শুক্রবার একটি টুইট করেছিলেন অভিজিৎ মুখোপাধ্যায় ৷ তিনি লেখেন, "এই নিয়ে আমি কারওকে কিছুই বলিনি ৷" পরে সেই টুইট ডিলিট করে দেওয়া হয় ৷ এতেই জল্পনা আরও জোরালো হয়েছে ৷
প্রণব-পুত্র অভিজিত্ও কি এবার তৃণমূলে ? কেন টুইট ডিলিট ? বাড়ছে জল্পনা ওইদিনই সংবাদসংস্থা পিটিআইকে অভিজিৎ মুখোপাধ্যায় বলেন, "আমি কংগ্রেসেই থাকছি আর আমি তৃণমূল বা অন্য কোনও দলে যোগ দিচ্ছি বলে যে খবর ছড়িয়েছে, তা সঠিক নয় ৷" তবে সূত্রের দাবি, গত সপ্তাহে তৃণমূল নেতাদের সঙ্গে দেখা করেছেন প্রাক্তন কংগ্রেস সাংসদ ৷
আরও পড়ুন:সিঙ্গুর বিল পাসের দশম বর্ষপূর্তিতে কৃষকদের পাশে থাকার বার্তা মমতার
সূত্রের তরফে মনে করা হচ্ছে যে, জঙ্গিপুর আসনটি প্রণব-পুত্রকে অফার করা হতে পারে ৷ এই জঙ্গিপুর লোকসভা কেন্দ্র থেকেই দু‘বার সাংসদ হয়েছেন তাঁর বাবা প্রণব মুখোপাধ্যায় ৷ 2012 সালে তিনি রাষ্ট্রপতি পদের দায়িত্ব নেওয়ার আগে এই পদ ছাড়েন ৷ রাজ্যের যে বিধানসভা কেন্দ্রগুলিতে উপনির্বাচন হবে, তার মধ্যে একটি হল জঙ্গিপুর ৷ প্রণব মুখোপাধ্যায় রাষ্ট্রপতি হওয়ার পর এই লোকসভা আসনটি খালি হয়ে পড়লে সেখানে উপনির্বাচনে দাঁড়িয়ে জয়ী হন তাঁর ছেলে অভিজিৎ ৷ 2014 সালের নির্বাচনেও সেই ধারাই অব্যাহত থাকে ৷ তবে 2019 সালের লোকসভা নির্বাচনে তিনি তৃণমূলের খলিলুর রহমানের কাছে পরাজিত হন ৷
আরও পড়ুন:পশ্চিমবঙ্গে দলত্যাগ বিরোধী আইন কার্যকর করে দেখাব : শুভেন্দু
অভিজিৎ মুখোপাধ্যায় ছাড়াও যাঁদের তৃণমূলে যোগ দেওয়ার বিষয়ে জল্পনা চলছে, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য় হলেন রাজীব বন্দ্যোপাধ্যায় ৷ বিধানসভা ভোটের ঠিক আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি ৷ তবে ভোটে জিততে পারেননি ৷ সম্প্রতি তিনি তাঁর ফেসবুক পোস্টে বিজেপির সমালোচনা করেছেন ৷ দেখা করেছেন তৃণমূলের শীর্ষ নেতা পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গেও ৷ সূত্রের মারফত জানা গিয়েছে, পার্থ চট্টোপাধ্যায়ের মায়ের প্রয়াণে শোকজ্ঞাপনও করেছেন রাজীব ৷
আরও পড়ুন:বিজেপি বিধায়কদের হুমকির অভিযোগ, আজ রাজ্যপালের দ্বারস্থ শুভেন্দু
বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জিতে তৃতীয়বার ক্ষমতায় আসার পর থেকেই বিজেপি থেকে অনেকে ফের তৃণমূলে ফিরতে চাইছেন বলে খবর হাওয়ায় ভাসছে ৷ অনেকে সরাসরিই ফিরতে চান বলে জানিয়েছেন ৷ সেই জল্পনা আরও জোরদার হয়েছে মুকুল রায় তৃণমূলে ফেরার পর ৷ তিনি নিজেও সেই ইঙ্গিত দিয়েছেন ৷ তৃণমূলের তরফে দাবি করা হয়েছে যে, তাসের ঘরের মতো ভেঙে পড়বে বঙ্গ বিজেপি ৷