পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Pallavi Dey Death : আত্মহত্যা করেছেন পল্লবী, ইঙ্গিত ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে

‘‘মন মানে না ’’ খ্যাত অভিনেত্রী পল্লবী দে মৃত্যু রহস্য ক্রমশই জোরাল হচ্ছে ৷ লালাবাজারের হাতে এসেছে পল্লবীর মৃ্ত্যুর ময়না তদন্তের রিপোর্ট ৷ যা কার্যত আত্মহত্যার দিকেই ইঙ্গিত দিয়েছে ৷ যদিও পল্লবীর পরিবারের অভিযোগ তাদের মেয়েকে খুন করা হয়েছে (Mysterious death of Actress Pallavi Dey) ৷

Mysterious death of Actress Pallavi Dey
ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে আত্মহত্যার ইঙ্গিত

By

Published : May 16, 2022, 7:23 AM IST

কলকাতা, 16 মে: অভিনত্রী পল্লবী দে-র মৃত্যু ঘিরে ব্যপক আলোড়ন পড়েছে ৷ আত্মহত্যা নাকি খুন হলেন অভিনেত্রী তা নিয়ে রহস্য ঘণীভূত হচ্ছিল ৷ যদিও লালবাজারে হাতে আসা ময়না তদন্তের প্রাথমিক রিপোর্ট খুনের তত্ত্বকে খারিজ করে দিচ্ছে ৷ সেই রিপোর্ট অনুযায়ী, আত্মহত্যা করেছেন অভিনেত্রী ৷ তবে এই বিষয়ে এখনও মুখ খোলেননি কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারকরা ৷ যদিও পল্লবীর পরিবারের দাবি, তাঁকে খুন করা হয়েছে ৷ তারপরেই পল্লবীর দেহ ময়না তদন্তের জন্য এমআর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেই ময়না তদন্তের রিপোর্টে মিলেছে পল্লবীর আত্মহত্যার ইঙ্গিত (Mysterious death of Actress Pallavi Dey) ৷

যদিও অভিনেত্রীর মৃত্যু ঘিরে তৈরি হয়েছে একাধিক প্রশ্ন ? সর্বদা হাসিখুশি মেয়েটি হঠাৎ কেন আত্মহত্যার পথ বেছে নিলেন ? ইতিমধ্যেই অভিনেত্রী পল্লবীর পরনের জামাকাপড় এবং বিছানার চাদর ( যা তাঁর গলায় ফাঁস অবস্থায় ছিল ) ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ৷

আরও পড়ুন : Mysterious death of Actress Pallavi Dey : অভিনেত্রী পল্লবীর মৃত্যুতে পরিবারে শোকের ছায়া

পল্লবীর রহস্যমৃত্যু তদন্তে তাঁর বয়ফ্রেন্ড সাগ্নিককে আতস কাঁচের তলায় রেখেছে পুলিশ ৷ মৃত্যুর আসল কারণ খুঁজতে গড়ফা থানা এবং কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ পল্লবীর সঙ্গী সাগ্নিক চক্রবর্তীর সঙ্গে দীর্ঘক্ষণ ধরে কথা বলেছে । সেইসঙ্গে পল্লবীর ব্যবহার করা মোবাইল ফোন, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার এবং ই-মেইল নিজেদের হাতে নিয়ে তদন্ত শুরু করেছে গোয়েন্দারা ।

তাহলে কি পল্লবীর সঙ্গে তাঁর পুরুষসঙ্গীর সম্পর্কের টানাপোড়েন চলছিল ? যদিও এই বিষয়ে তদন্তকারী আধিকারিকরা এখনই নিশ্চিত হতে পারছেন না । তবু বেশ কিছুদিন ধরে পল্লবী এবং তাঁর পুরুষসঙ্গীর সঙ্গে যে মনোমালিন্য চলছিল তা কার্যত স্পষ্ট । কোনও তৃতীয় ব্যক্তির আগমনে ঘটেছিল তাদের জীবনে ? এমনটা হলে কে সেই তৃতীয় ব্যক্তি ? এমনই নানা প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছেন তদন্তকারী আধিকারিকরা ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details