কলকাতা, 16 মে: অভিনত্রী পল্লবী দে-র মৃত্যু ঘিরে ব্যপক আলোড়ন পড়েছে ৷ আত্মহত্যা নাকি খুন হলেন অভিনেত্রী তা নিয়ে রহস্য ঘণীভূত হচ্ছিল ৷ যদিও লালবাজারে হাতে আসা ময়না তদন্তের প্রাথমিক রিপোর্ট খুনের তত্ত্বকে খারিজ করে দিচ্ছে ৷ সেই রিপোর্ট অনুযায়ী, আত্মহত্যা করেছেন অভিনেত্রী ৷ তবে এই বিষয়ে এখনও মুখ খোলেননি কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারকরা ৷ যদিও পল্লবীর পরিবারের দাবি, তাঁকে খুন করা হয়েছে ৷ তারপরেই পল্লবীর দেহ ময়না তদন্তের জন্য এমআর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেই ময়না তদন্তের রিপোর্টে মিলেছে পল্লবীর আত্মহত্যার ইঙ্গিত (Mysterious death of Actress Pallavi Dey) ৷
যদিও অভিনেত্রীর মৃত্যু ঘিরে তৈরি হয়েছে একাধিক প্রশ্ন ? সর্বদা হাসিখুশি মেয়েটি হঠাৎ কেন আত্মহত্যার পথ বেছে নিলেন ? ইতিমধ্যেই অভিনেত্রী পল্লবীর পরনের জামাকাপড় এবং বিছানার চাদর ( যা তাঁর গলায় ফাঁস অবস্থায় ছিল ) ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ৷