পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Lakshman Seth Felicitated with D Litt : ভগবান বুদ্ধের মতবাদ নিয়ে গবেষণা, ডি' লিট সম্মান পেলেন লক্ষণ শেঠ - ডি লিট সম্মান পেলেন লক্ষণ শেঠ

ভগবান বুদ্ধের মতবাদ নিয়ে গবেষণা করে ডি' লিট সম্মান পেলেন হলদিয়ার রাজনৈতিক নেতা লক্ষণ শেঠ (Tumkur University felicitated Lakshman Seth by D Litt) ৷ কর্নাটকের তুমাকুর বিশ্ববিদ্যালয়ের তরফে তাঁকে এই সম্মান দেওয়া হয়েছে ৷

Tumakuru University Felicitated Lakshman Seth by D Litt
Tumakuru University Felicitated Lakshman Seth by D Litt

By

Published : May 31, 2022, 1:51 PM IST

কলকাতা, 31 মে : জীবনের 72 বসন্ত পেরিয়েছেন লক্ষণ শেঠ ৷ রাজনীতি তাঁকে সুনামের সঙ্গে দিয়েছে বদনামও ৷ একটা সময় পূর্ব মেদিনীপুরে তাঁর নামে বাঘে গরুতে এক ঘাটে জল খেত ৷ এখন সেই রাজত্বও নেই ৷ নেই রাজনীতিতে তেমন প্রভাব ৷ তবে, অদম্য ইচ্ছাশক্তিতে ভর করে তিনিই অর্জন করলেন ডি' লিট সম্মান (Tumkur University felicitated Lakshman Seth by D Litt) ৷

এক সময় লক্ষণ শেঠ ছিলেন হলদিয়ার মুকুটহীন সম্রাট ৷ বাম আমলে দোর্দণ্ড প্রতাপ রাজনৈতিক নেতা ছিলেন তিনি ৷ তবে, আজ সক্রিয় রাজনীতি থেকে অনেকটাই দূরে ৷ বিগত কয়েক বছর ধরেই লক্ষণ শেঠ তাঁর নিজের শিক্ষার জগৎ নিয়েই ব্যস্ত রয়েছেন ৷ তাঁর নিজের সংস্থা আই কেয়ারের ছাতার তলায় রয়েছে প্রায় এক ডজন কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠান ৷ করেছেন পড়াশোনাও ৷ এহেন লক্ষণ শেঠের মুকুটে এবার যুক্ত হল নতুন এক পালক ৷ অবশেষে ডি' লিট সম্মান পেলেন তিনি ৷ কর্নাটকের তুমাকুর বিশ্ববিদ্যালয় (Tumkur University) থেকে এই ডি' লিট সম্মান অর্জন করেছেন লক্ষণ শেঠ ৷

জানা গিয়েছে, লক্ষণ শেঠ ভগবান বুদ্ধের মতবাদের উপর গবেষণা করেছেন ৷ সেই গবেষণার কারণেই তাঁকে ডি' লিট দেওয়া হয়েছে ৷ সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, কর্ণাটক রাজ্যের মধ্যে লক্ষণ শেঠ তৃতীয় ব্যক্তি, যিনি এই বিশেষ সম্মান অর্জন করেছেন ৷ একজন সত্তরোর্ধ্ব ব্যক্তির শিক্ষা নিয়ে এই অনুরাগকে কুর্ণিশ জানিয়েছে কর্নাটকের তুমাকুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৷ শুধু তাই নয়, বিশ্ববিদ্যালয়ের তরফে হলদিয়ায় এসে লক্ষণ শেঠের হাতে এই বিশেষ সম্মান তুলে দেওয়া হয়েছে ৷ সেই উপলক্ষে একটি সেমিনারের আয়োজন করা হয় আই কেয়ারের তরফে ৷ এই সেমিনারে সদ্য ডি' লিট প্রাপ্ত প্রাক্তন সাংসদ লক্ষ্মণ শেঠ শিক্ষার জগতে তাঁর এই সফরের কথা তুলে ধরেন ৷

ডি' লিট সম্মান পেলেন লক্ষণ শেঠ

আরও পড়ুন : Malda Government Libraries : মালদার সরকারি লাইব্রেরিতে কর্মী নিয়োগের কথা ঘোষণা করলেন গ্রন্থাগার মন্ত্রী

লক্ষণ শেঠের নামে হলদিয়া তথা পূর্ব মেদিনীপুরে যে ছবি ভেসে ওঠে, তিনি পুরোদস্তুর একজন রাজনৈতিক নেতা ৷ তবে রাজনীতি থেকে দূরে গিয়ে শিক্ষা ক্ষেত্রে তাঁর এই প্রয়াস অবশ্যই ব্যতিক্রমী ৷ 72 বছর বয়সে তাঁর এই অধ্যবসায় এবং সম্মান অর্জন বর্তমান প্রজন্মকেও উৎসাহিত করবে বলে মনে করছে শিক্ষা জগৎ ৷

ABOUT THE AUTHOR

...view details