পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

বাড়িতে টাকা পাঠাবেন কীভাবে ? চিন্তায় সীমান্তে আটকে পড়া ট্রাকচালকরা - Coronavirus latest update

বাড়ির লোকেদের কাছে টাকা পাঠাবেন কীভাবে? এই চিন্তাই এখন আরও বেশি করে ঘুরপাক খাচ্ছে ট্রাকচালকদের মাথায় ।

Lockdown
ছবি

By

Published : May 2, 2020, 3:42 PM IST

কল্যাণী, 2 মে : ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন নদিয়ার কল্যাণী ৷ সেখানে আটকে পড়েছেন 70 জনের বেশি ট্রাকচালক । লকডাউনের পর থেকেই আটকে রয়েছেন তাঁরা । দীর্ঘ 39 দিন ধরে লকডাউনের ফলে ট্রাকচালকদের পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে । কিন্তু বাড়ির লোকেদের কাছে টাকা পাঠাবেন কীভাবে? এই চিন্তাই এখন আরও বেশি করে ঘুরছে তাঁদের মাথায় ।

এইসব ট্রাকচালকদের বেশিরভাগই পঞ্জাব, হরিয়ানা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, ওড়িশা ও নাগাল্যাণ্ডের বাসিন্দা । ভারি শিল্পজাত পণ্য নিয়ে বাংলাদেশে সরবরাহ করতে গিয়েছিলেন তাঁরা । ট্রাকচালকদের অভিযোগ, যাঁদের হয়ে তাঁরা গাড়ি চালান, সেই মালিকপক্ষ তাঁদেরকে উদ্ধারের জন্য কোনও চেষ্টাই করছেন না । মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোনও লাভ হয়নি বলেও সর্বভারতীয় এক সংবাদসংস্থাকে জানান ট্রাকচালকরা ।

স্থানীয় বিধায়ক রত্না ঘোষ আটকে পড়া ট্রাকচালকদের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দিয়েছেন । বিধায়ক রত্নাদেবী ট্রাকচালকদের সমস্যার বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলেও আশ্বাস দিয়েছেন । ট্রাকচালকদের কাছে নিজের মোবাইল নম্বরও দিয়ে রেখেছেন তিনি । যে কোনও সময়ে কোনও দরকার পড়লে ট্রাকচালকরা যাতে বিধায়কের সঙ্গে যোগাযোগ করতে পারেন, তা নিশ্চিত করতেই এই ব্যবস্থা ।

পঞ্জাবের এক ট্রাকচালক বলরাজ সিং জানিয়েছেন, তাঁর ছেলের স্কুল থেকে বেতন চাইছে । কিন্তু পরিবারের কাছে টাকা নেই । তিনিও এখানে পশ্চিমবঙ্গে আটকে রয়েছেন । বলরাজ সিং আরও বলেন, "মালিকপক্ষের থেকেও কোনও রকম সাহায্য পাচ্ছি না । আমাদের ফোন ধরছে না । এখানকার প্রশাসন আমাদের জন্য খাবারের ব্যবস্থা করেছে । কিন্তু আমাদের এখন চিন্তা আমাদের পরিবারের লোকেদের এখন কী অবস্থা তা নিয়ে ।"

ABOUT THE AUTHOR

...view details