কলকাতা, 3 জুন : সরকারি অসহযোগিতার অভিযোগ তুলে ট্রাক ধর্মঘটের হুঁশিয়ারি দিল ট্রাক মালিক সংগঠন ৷ মুখ্যমন্ত্রী চিঠি দিয়ে আর্থিক প্যাকিজ সহ একাধিক দাবি জানাল সংগঠনটি ৷
করোনা পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে খাদ্যদ্রব্য, ওষধ, অক্সিজেন সহ অত্যাবশ্যক পণ্য পৌঁছে দেওয়া হচ্ছে ট্রাক মারফত ৷ সেই পরিবহণ পরিষেবা বন্ধ করার হুঁশিয়ারি দিল ট্রাক মালিক সংগঠন । এই বিষয়ে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও পরিবহণ সচিবকে চিঠি দিয়েছে ট্রাক মালিক সংগঠন ।
ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটরস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সজল ঘোষ বলেন, "করোনাকালে অত্যাবশ্যক দ্রব্য পৌঁছে দিচ্ছি ৷ ঘূর্ণিঝড়ের পর বন্যা কবলিত এলাকাগুলিতে ত্রাণের সামগ্রী পৌঁছে দিয়ে সরকারের পাশে দাঁড়িয়েছি । কিন্তু, দুঃখের বিষয় হল, পরিবহণ ব্যবস্থার যে দুর্দিন চলছে তাতে আগামী দিনে ব্যবসা করতে পারব কিনা সন্দেহ । রাজ্য সরকার যদি এভাবে আমাদের প্রতি অসহযোগী মনোভাব দেখায় তা হলে আমরা যে জরুরি ভিত্তিতে 10 শতাংশ ট্রাক চালিয়ে সরকারকে সাহায্য করছি, তা বন্ধ করতে বাধ্য হব ।"