পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

অক্টোবরে তিনদিন ট্রাক ধর্মঘট - Truck strike

অক্টোবরে তিনদিন ব্যাপী ধর্মঘটের ডাক দিল ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর্স অ্যাসোসিয়েশন। বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে ।

Aa
Aa

By

Published : Sep 25, 2020, 2:23 PM IST

কলকাতা, 25 সেপ্টেম্বর: একাধিক দাবিতে আগামী মাসে 72 ঘণ্টা ট্রাক ধর্মঘটের ডাক দিল ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর্স অ্যাসোসিয়েশন ।

12,13 ও 14 অক্টোবর রাজ্যজুড়ে তিনদিনের লাগাতার ট্রাক ধর্মঘট চলবে । যদিও ইউনিয়নের সদস্যরা জানিয়েছেন, দুধ ও জীবনদায়ী ওষুধ এই ধর্মঘটের আওতার মধ্যে পড়বে না । সংগঠনের মূল দাবিগুলি হল- কেন্দ্রীয় সরকারের মোটর ভেহিকলসের নতুন সেফ এক্সেল লোড চালু করতে হবে, পুলিশি অত্যাচার অবিলম্বে বন্ধ করতে হবে ও ওভারলোড বন্ধ করতে হবে ।

সংগঠনের সভাপতি সুভাষচন্দ্র বসু বলেন, "এই ধর্মঘট না করে আমাদের কোনও উপায় নেই । কেন্দ্রীয় সরকারের তরফে 25% সেফ এক্সেল লোডের অনুমতি দেওয়া হলেও আমাদের রাজ্যে তা এখনও চালু হলে না । বিষয়টি নিয়ে আগে বহুবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ও অন্যান্য দপ্তরগুলিতেও চিঠি দেওয়া হয়েছে । ধর্মঘটও করা হয়েছে । তবে কোনও সুরাহা হয়নি । ওভারলোডের ফলে প্রচুর সংখ্যক গাড়ি বসে রয়েছে ।"

সংগঠনের সাধারণ সম্পাদক সজল ঘোষ বলেন, ”সরকারের কাছে আমাদের দাবি দাওয়াগুলি দীর্ঘদিন ধরে জানিয়ে আসছি । কিন্তু আজ পর্যন্ত কোনওরকম সুফল পাইনি । এই অবস্থায় সরকার যদি সমস্যাগুলির সমাধান না করে তবে পুজোর পর লাগাতার ধর্মঘট করা ছাড়া আর কোনও উপায় থাকবে না ।"

ABOUT THE AUTHOR

...view details