পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

বিপ্লবের গড়ে তুঙ্গে কেষ্টর জনপ্রিয়তা, অনুব্রতকে প্রচারে চায় ত্রিপুরা তৃণমূল - latest news today

2023 সালে ত্রিপুরায় বিধানসভা নির্বাচন ৷ তার আগে ওই রাজ্যে সংগঠনের বিস্তার করতে চায় তৃণমূল ৷ আর সেই প্রক্রিয়ায় তারকা প্রচারক হিসেবে উঠেছে এসেছে বীরভূমের অনুব্রত মণ্ডলের নাম ৷

tripura-trinamool-congress-wants-anubrata-mondal-as-star-campaigner
বিপ্লবের গড়ে তুঙ্গে কেষ্টর জনপ্রিয়তা, অনুব্রতকে তারকা প্রচারক চায় ত্রিপুরা তৃণমূল

By

Published : Jul 24, 2021, 6:18 PM IST

কলকাতা, 24 জুলাই : কেষ্টতে মজেছে ত্রিপুরা (Tripura) । আর তাই তৃণমূলের হয়ে তারকা প্রচারক হিসেবে কেষ্টকেই চাইছেন ত্রিপুরাবাসী । তাঁর চড়াম চড়াম ঢাক বাজানোর কথা কিংবা গুড়-বাতাসা দেওয়ার কথা বলা মনে ধরেছে সেখানকার মানুষের । উত্তর-পূর্ব ভারতের এই রাজ্যে রীতিমতো ফ্যান ক্লাব রয়েছে অনুব্রতর । প্রচারে আসে তাঁর গরম গরম বক্তৃতা । মেজাজি চালচলন বেশ পছন্দ ত্রিপুরার মানুষের । আর তাই সংগঠন বিস্তারের কথা উঠতেই ত্রিপুরার তৃণমূল নেতৃত্ব চাইছে, মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) পাশাপাশি অনুব্রত মণ্ডলও ত্রিপুরার প্রচারে আসুন ।

আরও পড়ুন :Jawhar Sircar : মোদি বিরোধিতাই কি মমতার পছন্দের তালিকায় এক নম্বরে নিয়ে এল জহর সরকারকে ?

ত্রিপুরায় 2023 সালে বিধানসভা নির্বাচনে সব ক'টি আসনেই প্রার্থী দেওয়ার প্রস্তুতি শুরু করছে তৃণমূল (Trinamool Congress) । সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেলে প্রস্তুতি হিসেবে জোর প্রচার শুরু হবে সেখানে । সেই ভোটের প্রচারে বীরভূমের কেষ্টকে তারকা প্রচারক হিসেবে ব্যবহার করতে চান ত্রিপুরার তৃণমূল নেতারা । অগস্ট মাসের প্রথম সপ্তাহে তৃণমূল শীর্ষ নেতৃত্বের সঙ্গে দেখা করতে কলকাতায় আসছেন ত্রিপুরা তৃণমূলের নেতারা । তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি তাঁরা দেখা করতে চান বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের (Anubrtata Mondal) সঙ্গেও ।

পশ্চিমবঙ্গের রাজনীতিতে দাপুটে রাজনীতিক বলেই পরিচিত বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত । নিজের বক্তৃতার জন্য বারবার বিতর্কে জড়িয়েছেন । কখনও বিরোধীদের উদ্দেশ্য তাঁর হুঙ্কার সংবাদের শিরোনামে উঠে এসেছে । কখনও আবার তাঁর নিজস্ব স্লোগান ছড়িয়ে পড়েছে তৃণমূলের সর্বস্তরের কর্মীদের মুখে মুখে । কখনও 'চড়াম চড়াম' করে ঢাক বাজানোর কথা বলেছেন তিনি । কখনও ভোটে 'গুড়-বাতাসা' দেওয়ার নিদান দিয়েছেন । যা বাংলা তো বটেই, বাংলার পাশের রাজ্য ত্রিপুরাতেও জনপ্রিয় হয়েছে ৷

আরও পড়ুন :Jawhar Sircar : রাজ্যসভায় মমতার প্রার্থী জহর সরকার

ত্রিপুরা তৃণমূলের সভাপতি আশিসলাল সিংহ জানিয়েছেন, বাংলার রাজনীতিতে বীরভূমের সভাপতি অনুব্রত মণ্ডল জনপ্রিয় তাঁর মন্তব্যের জন্য । তাঁর কথায়, ‘‘কলকাতায় যখন অভিষেকের সঙ্গে দেখা করতে যাব, তখন অনুব্রতবাবুর সঙ্গেও দেখা করার চেষ্টা করব । দিদির কাছে আবেদন জানাব, যাতে ভোটের প্রচারে অনুব্রতবাবুকে ত্রিপুরায় সভা করার অনুমতি দেন তিনি ।’’

তবে শুধু অনুব্রতই নয়, সূত্রের খবর ত্রিপুরা গ্রহণযোগ্য মুখ হিসেবে বেশ জনপ্রিয় রাজ্যের নারী ও শিশু কল্যাণমন্ত্রী শশী পাঁজা, বারাসতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, রাজ্যসভার উপ-দলনেতা সুখেন্দুশেখর রায় । এমনকী ত্রিপুরার যুব তৃণমূল কর্মীদের মধ্যে দেবাংশু ভট্টাচার্যের জনপ্রিয়তাও রয়েছে । জানা গিয়েছে, প্রত্যেককেই ভোটের প্রচারে আমন্ত্রণ জানানো হবে ত্রিপুরা তৃণমূলের পক্ষ থেকে ।

আরও পড়ুন :"মিথ্যা বলত না মানুষকে ঠকাত না";বামেদের সুনাম অনুব্রতের গলায়

ABOUT THE AUTHOR

...view details