কলকাতা, 5 অক্টোবর :ত্রিপুরায় (Tripura) গত কয়েকমাস ধরেই বিজেপিকে চ্যালেঞ্জ করছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ৷ এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দল বিজেপির (BJP) ঘরে ভাঙন ধরানোর প্রক্রিয়াও শুরু করতে চলেছে বলে খবর ৷ আর তা শুরু হচ্ছে ওই রাজ্যে গেরুয়া শিবিরের বিধায়ক আশিস দাসের হাত ধরে ৷
জানা গিয়েছে, ত্রিপুরার সুরমার বিধায়ক আশিস দাস এখন কলকাতায় রয়েছেন ৷ আগামিকাল বুধবার ওই বিধায়ক ঘাসফুল শিবিরে যোগ দেবেন ৷ তবে তার আগে আজ, মঙ্গলবার দুপুর 3টের সময় তিনি কালীঘাটে মস্তক মুণ্ডন করবেন ৷
আরও পড়ুন :Dev: সর্বভারতীয় দল হিসেবে মাঠে নামছে তৃণমূল, বন্যা পরিদর্শনে এসে মন্তব্য দেবের
আশিস দাসের দাবি, বিজেপিতে থেকে রাজনীতি করা পাপ ৷ 25 বছর সিপিএমের (CPIM) অপশাসন থেকে ত্রিপুরাকে মুক্ত করতে বিজেপির সঙ্গে ছিলেন ৷ কিন্তু তার জন্য অজ্ঞানবশত তিনি পাপ করেছ ফেলেছেন ৷ তাই তিনি কালীঘাটে মায়ের মন্দিরের সামনে মস্তক মুণ্ডন করে প্রায়শ্চিত্ত করতে চান ৷
প্রসঙ্গত, কয়েক বছর আগে ত্রিপুরার রাজনীতিতে পা রেখেছিল তৃণমূল ৷ কিন্তু সেবার বিশেষ সুবিধা করতে পারেনি ৷ কিন্তু গত কয়েকমাসে ঘাসফুল শিবির ত্রিপুরার রাজনীতিতে সংগঠন শক্তিশালী করতে ঝাঁপিয়ে পড়েছে ৷
আরও পড়ুন :Sukanta Majumdar : মুখ্যমন্ত্রী চক্রান্ত রোগে আক্রান্ত ; কটাক্ষ সুকান্তের