পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

TMC-Tripura : ত্রিপুরায় বিজেপিতে প্রথম ভাঙন, তৃণমূলের পথে গেরুয়া বিধায়ক - Mamata Banerjee

ত্রিপুরার সুরমা বিধানসভা আসনের বিধায়ক আশিস দাস ৷ তিনি আগামিকাল বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিতে চলেছেন ৷

tripura bjp mla ashish das set to join trinamool congress
TMC-Tripura : ত্রিপুরায় বিজেপিতে প্রথম ভাঙন, তৃণমূলের পথে গেরুয়া বিধায়ক

By

Published : Oct 5, 2021, 2:30 PM IST

কলকাতা, 5 অক্টোবর :ত্রিপুরায় (Tripura) গত কয়েকমাস ধরেই বিজেপিকে চ্যালেঞ্জ করছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ৷ এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দল বিজেপির (BJP) ঘরে ভাঙন ধরানোর প্রক্রিয়াও শুরু করতে চলেছে বলে খবর ৷ আর তা শুরু হচ্ছে ওই রাজ্যে গেরুয়া শিবিরের বিধায়ক আশিস দাসের হাত ধরে ৷

জানা গিয়েছে, ত্রিপুরার সুরমার বিধায়ক আশিস দাস এখন কলকাতায় রয়েছেন ৷ আগামিকাল বুধবার ওই বিধায়ক ঘাসফুল শিবিরে যোগ দেবেন ৷ তবে তার আগে আজ, মঙ্গলবার দুপুর 3টের সময় তিনি কালীঘাটে মস্তক মুণ্ডন করবেন ৷

আরও পড়ুন :Dev: সর্বভারতীয় দল হিসেবে মাঠে নামছে তৃণমূল, বন্যা পরিদর্শনে এসে মন্তব্য দেবের

আশিস দাসের দাবি, বিজেপিতে থেকে রাজনীতি করা পাপ ৷ 25 বছর সিপিএমের (CPIM) অপশাসন থেকে ত্রিপুরাকে মুক্ত করতে বিজেপির সঙ্গে ছিলেন ৷ কিন্তু তার জন্য অজ্ঞানবশত তিনি পাপ করেছ ফেলেছেন ৷ তাই তিনি কালীঘাটে মায়ের মন্দিরের সামনে মস্তক মুণ্ডন করে প্রায়শ্চিত্ত করতে চান ৷

প্রসঙ্গত, কয়েক বছর আগে ত্রিপুরার রাজনীতিতে পা রেখেছিল তৃণমূল ৷ কিন্তু সেবার বিশেষ সুবিধা করতে পারেনি ৷ কিন্তু গত কয়েকমাসে ঘাসফুল শিবির ত্রিপুরার রাজনীতিতে সংগঠন শক্তিশালী করতে ঝাঁপিয়ে পড়েছে ৷

আরও পড়ুন :Sukanta Majumdar : মুখ্যমন্ত্রী চক্রান্ত রোগে আক্রান্ত ; কটাক্ষ সুকান্তের

সেখানে একাধিকবার গিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ৷ অন্যান্য নেতারাও গিয়েছেন বহুবার ৷ তৃণমূলের বেশ কয়েকজন আক্রান্তও হয়েছেন ৷ এই পরিস্থিতিতে ত্রিপুরায় বিপ্লব দেবের (Biplab Deb) সরকারকে আগামী বিধানসভা নির্বাচনে হারানোর দাবি করেছে বঙ্গের শাসকদল ৷

তারই মধ্যে গত কয়েক মাস ধরে ত্রিপুরা বিজেপিতে ভাঙন ধরতে পারে বলে জল্পনা চলছিল ৷ বিশেষ করে নজর ছিল সুদীপ রায়বর্মনের দিকে ৷ কারণ, কংগ্রেস থেকে রাজনীতিতে হাত পাকানো এই নেতা তৃণমূল হয়েই বিজেপিতে যোগদান করেছিলেন 2017 সালে ৷

আরও পড়ুন :Mamata Banerjee : রাম রাজ্য নয়, হত্যার রাজ্য; লখিমপুর নিয়ে যোগী সরকারকে আক্রমণ মমতার

2018 সালে ত্রিপুরায় বিজেপি ক্ষমতায় আসার পর তিনি মন্ত্রীও হন ৷ কিন্তু সেখানকার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের সঙ্গে তাঁর ‘অম্ল-মধুর’ সম্পর্ক বারবার চর্চায় উঠে এসেছে ৷ পরে তিনি মন্ত্রিত্ব ছেড়ে দেন ৷

কিন্তু বাস্তবে আশিস দাসকে দিয়ে ত্রিপুরা বিজেপিতে ভাঙন ধরানোর কাজ শুরু করল তৃণমূল ৷ এখন দেখার এই প্রক্রিয়ায় কতটা ধারাবাহিক করতে পারেন মমতা-অভিষেক ! আর এই নিয়ে বিজেপির তরফেই বা কি পালটা প্রতিক্রিয়া হয় !

আরও পড়ুন :Mamata Banerjee : তিন কেন্দ্রেই মমতা-ঝড়, তৃণমূলের মার্জিনও বাড়ল

ABOUT THE AUTHOR

...view details