কলকাতা 25 জুন : ত্রিপল চুরির মামলার তদন্ত যেমন চলছে, তেমনি চলবে বলে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট ৷ ফলে কাঁথি পৌরসভা থেকে ত্রিপল চুরির মামলায় অস্বস্তি কাটল না রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তাঁর ভাই সৌমেন্দু অধিকারীর ৷ আজ বিচারপতি কৌশিক চন্দের সিঙ্গল বেঞ্চে কাঁথি পৌরসভার থেকে ত্রাণের ত্রিপল চুরির মামলার শুনানি ছিল ৷ সেই শুনানিতে রাজ্যের তরফে সময় চাওয়া হয়েছে ৷ তাই বিচারপতি কৌশিক চন্দ আগামী মঙ্গলবার মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন ৷
কাঁথি পুরসভার ত্রিপল চুরির অভিযোগে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তাঁর ভাই সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের হয়েছিল ৷ সেই অভিযোগ খারিজ ও তদন্ত প্রক্রিয়ার উপর স্থগিতাদেশের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন শুভেন্দু এবং সৌমেন্দু । কিন্তু, বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সিঙ্গল বেঞ্চ গত 14 জুন তাঁর নির্দেশে জানিয়েছিলেন, আপাতত তদন্ত প্রক্রিয়ার ওপর কোনও স্থগিতাদেশ জারি করা হবে না । আজ ফের মামলাটির শুনানি ছিল বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চে ।