কলকাতা, ১৭ মার্চ : অবাঙালি ভোট পেতে হিন্দি সেল গঠন করল তৃণমূল কংগ্রেস। সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে হিন্দি সেল গঠন করলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। নবগঠিত এই হিন্দি সেল কলকাতা ও জেলাগুলিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা অবাঙালি ভোটগুলিকে তৃণমূলের জন্য সুরক্ষিত করার ব্যবস্থা করবে। পাশাপাশি, মাড়োয়ারি ফাউন্ডেশনের উদ্যোগে মঙ্গলবার নজরুল মঞ্চে হবে হোলি অনুষ্ঠান। বিশেষ এই হোলি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
BJP-র অবাঙালি ভোটে থাবা বসাতে হিন্দি সেল গঠন তৃণমূলের - bjp
অবাঙালি ভোট পেতে নয়া পদক্ষেপ তৃণমূলের। গঠন করা হল হিন্দি সেল।
গোটা রাজ্য জুড়ে ছড়িয়ে রয়েছেন বহু অবাঙালি মানুষ। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, অবাঙালি অধ্যুষিত এলাকা থেকে BJP ভালো ভোট পায়। BJP-র সেই ভোটে থাবা বসাতেই হিন্দি সেল গঠন করেছে তৃণমূল কংগ্রেস। এই সেলের দায়িত্ব দেওয়া হয়েছে দলের প্রাক্তন বিধায়ক দীনেশ বাজাজকে। নবগঠিত হিন্দি সেলের প্রধান উপদেষ্টা হয়েছেন তিনি। সভাপতি মণিপ্রসাদ সিং, আহ্বায়ক রাজেশ সিনহা। হোলিকে সামনে রেখে হিন্দি সেলের প্রধান উপদেষ্টা দিনেশ বাজাজ বিশেষ এক অনুষ্ঠানের আয়োজন করছেন। মাড়োয়ারি ফাউন্ডেশনের উদ্যোগে মঙ্গলবার নজরুল মঞ্চে অনুষ্ঠিত হবে অনুষ্ঠান।
তৃণমূল সূত্রে খবর, এই উৎসবে যোগ দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও সুজিত বসু ও ফিরহাদ হাকিম সহ তৃণমূলের অন্য নেতারাও উপস্থিত থাকবেন। এই হোলি উৎসবকে সামনে রেখে অবাঙালি মানুষদের উদ্দেশে বার্তা দিতে পারেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো।