ক্যানিং, 21 নভেম্বর : শত চেষ্টার পরও প্রাণে বাঁচানো গেল না গুলিবিদ্ধ তৃণমূলের যুবনেতাকে । শনিবার রাত দু'টো নাগাদ মৃত্যু হয় মহরম শেখের । শনিবার সন্ধ্যায় ক্যানিংয়ে নিজের বাড়ির সামনে গুলিবিদ্ধ হন মহরম (Canning Trinamool Youth Congress leader shot dead) । রাতেই তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয় । ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস জানান, চিকিৎসকদের সমস্ত চেষ্টা করেছেন ৷ তবে ব্যর্থ হয়েছেন ৷ গভীর রাতে মহরমের মৃত্যু হয়েছে ৷
মহরম শেখের শারীরিক অবস্থা সঙ্কটজনক ছিলই । বুকের ডানদিকে যেখানে গুলি লাগে সেখান থেকে ক্রমাগত রক্তক্ষরণ হচ্ছিল । কোনও ভাবেই তা বন্ধ করা সম্ভব হচ্ছিল না । পাশাপাশি তিনি সংজ্ঞাহীন অবস্থায় ছিলেন, যার জন্য বেশ কিছু চিকিৎসা পদ্ধতি শুরু করাই যায়নি । তবে চিকিৎসকরা সবরকম ভাবে চেষ্টা করেন । তবু শেষ রক্ষা হল না ।
গতকাল সন্ধ্যায় ক্যানিং থানার নিকারিঘাটা গ্রাম পঞ্চায়েত এলাকার যুব তৃণমূল সভাপতি মহরম শেখ নিজের বাড়ির সামনে বসেছিলেন । একটি অটো হঠাৎই তাঁর বাড়ির সামনে এসে দাঁড়ায় । একদল দুষ্কৃতী এসে তাঁকে লক্ষ্য করে পরপর গুলি চালায় ৷ কেউ কিছু বুঝে ওঠার আগেই চম্পট দেয় তারা । গুলির শব্দে চমকে ওঠেন স্থানীয়রা । তাঁরা ছুটে এলে দেখেন রক্তাক্ত অবস্থায় ছটফট করছেন তৃণমূল নেতা । তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।