পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

তিন শীর্ষনেতার গ্রেফতারের প্রতিবাদে রাজভবনের সামনে বিক্ষোভ তৃণমূল কর্মীদের - সুব্রত মুখোপাধ্যায়

রাজ্যের তিন বিধায়ককে গ্রেফতার করার আগে বিধানসভার অধ্যক্ষের অনুমতি নেয়নি সিবিআই ৷ বদলে রাজ্যপালের থেকে অনুমতি নিয়ে তৃণমূলের তিন বিধায়ককে এদিন গ্রেফতার করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা । এই ঘটনার প্রতিবাদে রাজভবনের বাইরে তৃণমূলের কর্মী-সমর্থকরা ভিড় করে । তৃণমূলের কর্মী-সমর্থকদের দাবি রাজ্যপালকে দ্রুত অপসারিত করতে হবে ৷

Trinamool workers protest in front of the Raj Bhavan against the arrest of their three top leaders
তিন শীর্ষনেতার গ্রেফতারের প্রতিবাদে রাজভবনের সামনে বিক্ষোভ তৃণমূল কর্মীদের

By

Published : May 17, 2021, 8:00 PM IST

কলকাতা, 17 মে : ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায় এবং মদন মিত্রদের গ্রেফতারির প্রতিবাদে রাজভবনের বাইরে তৃণমূল কর্মী সমর্থকদের বিক্ষোভ । নারদ কেলেঙ্কারিতে যুক্ত থাকার অভিযোগে আজ সকালে রাজ্যের দুই মন্ত্রী এক বিধায়ককে গ্রেফতার করে সিবিআই । যদিও সন্ধ্যায় তৃণমূলের দুই মন্ত্রী ও বিধায়ক সহ শোভন চট্টোপাধ্যায়ের জামিন মঞ্জুর করে সিবিআই এর বিশেষ আদালত ৷

আজ সকাল থেকেই তৃণমূলের তিন নেতাকে গ্রেফতার করার প্রতিবাদে উত্তাপ ছড়িয়ে পড়ে রাজ্যজুড়ে । এদিক নিজাম প্যালেসের বাইরে তৃণমূলের কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখাতে থাকেন । যার উত্তাপ রাজ্যের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে । এই বিক্ষোভের আঁচ গিয়ে পড়ে রাজভবনেও । রাজভবনের বাইরে তৃণমূলের কর্মী-সমর্থকরা জমায়েত করে বিক্ষোভ দেখাতে থাকেন । সেইসঙ্গে রাজ্যপালের অপসারণের দাবি তোলেন তৃণমূল কর্মীরা ।

তিন শীর্ষনেতার গ্রেফতারের প্রতিবাদে রাজভবনের সামনে বিক্ষোভ তৃণমূল কর্মীদের

আরও পড়ুন : ফিরহাদ-সুব্রত-শোভন-মদনদের জামিন মঞ্জুর

রাজ্যের তিন বিধায়ককে গ্রেফতার করার আগে বিধানসভার অধ্যক্ষের অনুমতি নেয়নি সিবিআই ৷ বদলে রাজ্যপালের থেকে অনুমতি নিয়ে তৃণমূলের তিন বিধায়ককে এদিন গ্রেফতার করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা । এই ঘটনার প্রতিবাদে রাজভবনের বাইরে তৃণমূলের কর্মী-সমর্থকরা ভিড় করেন । তৃণমূলের কর্মী-সমর্থকদের তরফে দাবি করা হয়, রাজ্যপালকে দ্রুত অপসারিত করতে হবে ৷ কারণ সাংবিধানিক পদে থেকে রাজ্যপাল বিজেপির হয়ে কাজ করছে । অভিযোগ করা হয়েছে তিনি রাজ্যের রাজ্যপাল নয়, তিনি বিজেপির দালালে পরিণত হয়েছেন । সম্পূর্ণ অনৈতিকভাবে ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায় এবং মদন মিত্রকে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ করে তৃণমূল ৷

ABOUT THE AUTHOR

...view details