কলকাতা, 17 মে : ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায় এবং মদন মিত্রদের গ্রেফতারির প্রতিবাদে রাজভবনের বাইরে তৃণমূল কর্মী সমর্থকদের বিক্ষোভ । নারদ কেলেঙ্কারিতে যুক্ত থাকার অভিযোগে আজ সকালে রাজ্যের দুই মন্ত্রী এক বিধায়ককে গ্রেফতার করে সিবিআই । যদিও সন্ধ্যায় তৃণমূলের দুই মন্ত্রী ও বিধায়ক সহ শোভন চট্টোপাধ্যায়ের জামিন মঞ্জুর করে সিবিআই এর বিশেষ আদালত ৷
আজ সকাল থেকেই তৃণমূলের তিন নেতাকে গ্রেফতার করার প্রতিবাদে উত্তাপ ছড়িয়ে পড়ে রাজ্যজুড়ে । এদিক নিজাম প্যালেসের বাইরে তৃণমূলের কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখাতে থাকেন । যার উত্তাপ রাজ্যের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে । এই বিক্ষোভের আঁচ গিয়ে পড়ে রাজভবনেও । রাজভবনের বাইরে তৃণমূলের কর্মী-সমর্থকরা জমায়েত করে বিক্ষোভ দেখাতে থাকেন । সেইসঙ্গে রাজ্যপালের অপসারণের দাবি তোলেন তৃণমূল কর্মীরা ।