কলকাতা, 21 জানুয়ারি : দলীয় মিছিলে "গোলি মারো" স্লোগান ওঠায় কড়া ব্যবস্থা নিল তৃণমূল কংগ্রেস। পদ থেকে সরিয়ে দেওয়া হল কলকাতার 112 নম্বর ওয়ার্ডের যুব সভাপতি সুভাষ সাউকে।
গত মঙ্গলবার দক্ষিণ কলকাতায় বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করে তৃণমূল কংগ্রেস। মিছিলের অগ্রভাগে থেকে নেতৃত্ব দেন অরূপ বিশ্বাস, শোভনদেব চট্টোপাধ্যায়েরা। টালিগঞ্জ থেকে হাজরা মোড় পর্যন্ত দলীয় পতাকা ও ব্যানার হাতে নিয়ে বিজেপি বিরোধী স্লোগান দেয় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। এই মিছিল থেকেই স্লোগান ওঠে "গোলি মারো"। যাকে কেন্দ্র করে রীতিমতো তোলপাড় হয় রাজ্য রাজনীতি। যদিও সে সময় এ বিষয়টিকে নিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়, অতি উৎসাহিত হয়ে এমন স্লোগান তুলেছেন তাঁদের কর্মীরা।
গোলি মারো স্লোগান, দলীয় নেতাকে সরাল তৃণমূল - goli maro slogan
তৃণমূলের দলীয় মিছিলে গোলি মারো স্লোগান ওঠে ৷ এজন্য তৃণমূল কড়া ব্যবস্থা নিল দলীয় এক কর্মীর বিরুদ্ধে ৷ কলকাতার 112 নম্বর ওয়ার্ডের যুব সভাপতি সুভাষ সাউকে পদ থেকে সরিয়ে দেওয়া হল ৷
আরও পড়ুন :শুভেন্দুকে আইনি নোটিস অভিষেকের, নিঃশর্ত ক্ষমার দাবি
এর পর বুধবার বিজেপির চন্দননগরের মিছিল থেকেও ওঠে একই স্লোগান "গোলি মারো"। যার কারণে পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে। রাজ্যের শাসক ও বিরোধী দলের পর পর দুটো মিছিলে "গোলি মারো" স্লোগান ওঠায় নিন্দার ঝড় বইছে সর্বত্র। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। সেই মতো আজ দলের 112 নম্বর ওয়ার্ডের যুব সভাপতি সুভাষ সাউকে সরিয়ে দিল তৃণমূল। প্রসঙ্গত, অনৈতিক কাজ করলে দলের কাউকে রেয়াত করা হবে না বলে বার বার বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবারে একটি ওয়ার্ডের যুব সভাপতিকে সরিয়ে শীর্ষ নেতৃত্ব দলের অন্যান্যদের হুঁশিয়ারি দিয়ে রাখলেন বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।