কলকাতা, 9 অগস্ট: সাংবাদিক সম্মেলন করে 100 দিনের কাজে রাজ্যবাসীকে বঞ্চনা নিয়ে এবার সরব হল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস । মঙ্গলবার তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলন করেন রাজ্যসভার মুখ্য সচেতক সুখেন্দুশেখর রায় (Sukhendu Sekhar Roy) এবং রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya) । তাঁদের অভিযোগ, একশো দিনের টাকা বন্ধ করে বাস্তবে কেন্দ্রীয় সরকার রাজ্যের গরিব মানুষকে ভাতে মারার চেষ্টা করছে । তাঁরা এও অভিযোগ করেন, সুপরিকল্পিতভাবে বাংলা বিদ্বেষ থেকেই এ ধরনের পদক্ষেপ গ্রহণ করছে কেন্দ্র সরকার (Trinamool miffed at centre treatment to Bengal in 100 days work) ।
সাম্প্রতিক সংসদের প্রশ্নোত্তর পর্বে একটি তথ্য প্রকাশ্যে এসেছে যেখানে সমস্ত রাজ্যকেই কমবেশি 100 দিনের প্রকল্পের অর্থ বরাদ্দ করা হলেও পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটি টাকাও বরাদ্দ করা হয়নি । আর সেই জায়গা থেকেই অত্যন্ত ক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস । এদিন মহিলা তৃণমূলের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, "গত ডিসেম্বর মাস থেকে একশো দিনের প্রকল্প অর্থাৎ মহাত্মা গান্ধি ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট মিশনের একটা টাকাও রাজ্যকে দেওয়া হয়নি । বাংলার মুখ্যমন্ত্রী এই বিষয়টি নিয়ে বারবার কেন্দ্র সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন, চিঠি দিয়েছেন, নিজে দিল্লি গিয়ে আলাদা করে বৈঠক করেছেন, কিন্তু তারপরেও কোনও কাজ হয়নি । এটা সাংবিধানিক নিয়ম 100 দিনের কাজ যারা করবেন 15 দিনের মধ্যে তাদের টাকা দিতে হবে । তা সত্ত্বেও টাকা দেওয়া হচ্ছে না ।"