পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

সুদীপ্ত সেনের চিঠি টুইট করে সারদায় শুভেন্দুর গ্রেফতারির দাবি কুণালের - latest political news today

সারদা-কাণ্ড নিয়ে শনিবার সকালে একটি টুইট করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ ৷ তাঁর দাবি, সুদীপ্ত সেনের থেকে টাকা নিয়েছেন শুভেন্দু অধিকারী ৷ তাই বিজেপির এই বিধায়ককে গ্রেফতার করতে হবে ৷

trinamool leader kunal ghosh claims suvendu adhikari must be arrested in saradha chitfund scam
সারদায় শুভেন্দুর গ্রেফতারির দাবিতে সরব কুণাল

By

Published : Jul 3, 2021, 12:57 PM IST

কলকাতা, 3 জুলাই : সারদা কাণ্ডে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) গ্রেফতারি দাবি করলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) ৷ শনিবার একটি টুইট করে তিনি এই দাবি তুলেছেন ৷ ওই টুইটে তিনি আদালত থেকে পাওয়া একটি নথির ছবিও প্রকাশ করেছেন ৷

সারদা চিটফান্ডের (Saradha Chitfund) কর্ণধার সুদীপ্ত সেন দীর্ঘ কয়েক বছর ধরে জেলবন্দি ৷ কয়েকমাস আগে জেল থেকে তিনি একটি চিঠি লেখেন বলে খবর প্রকাশ্যে আসে ৷ যে চিঠি (এই চিঠির সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ) তিনি মুখ্যমন্ত্রী, সিবিআই ডিরেক্টর-সহ বেশ কয়েকজনকে লিখেছিলেন ৷ সেই চিঠিতে তিনি কয়েকজন রাজনৈতিক নেতার নাম ছিল ৷ সেই তালিকায় শুভেন্দু অধিকারীরও নাম ছিল ৷ তাঁর দাবি ছিল, ওই নেতারাও তাঁর থেকে টাকা নিয়েছিলেন ৷

আরও পড়ুন :দলবদলেও বাঁচবে কি, শুভেন্দুকে হুঁশিয়ারি কুণালের

সুদীপ্ত সেনের (Sudipta Sen) সেই অভিযোগের অংশ এদিনের টুইটে তুলে ধরেছেন কুণাল ঘোষ ৷ তিনি লিখেছেন, ‘‘সারদা কর্তা সুদীপ্ত সেনের বয়ান ৷ তাঁর অভিযোগ : শুভেন্দু প্রচুর পরিমাণ টাকা নিয়েছে ৷ সেন তাঁর সহযোগী রাখালের (বর্তমানে হেফাজতে রয়েছে) নাম উল্লেখ করেছে ৷ পুলিশ, ইডি, সিবিআই-এর রাখালকে প্রশ্ন করা উচিত ৷ তদন্তের স্বার্থে প্রভাবশালী শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করা উচিত : আদালতের সার্টিফায়েড কপি ৷’’

এখানে উল্লেখ্য যে শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ হিসেবে রাখালের নাম শোনা গিয়েছে ৷ সম্প্রতি তাঁকে গ্রেফতার করা হয়েছে সেচ দফতরে আর্থিক প্রতারণা সংক্রান্ত একটি অভিযোগে গ্রেফতার করা হয়েছে রাখালকে ৷ এখন সুদীপ্ত সেনের চিঠিতে উল্লেখ করা রাখাল এবং গ্রেফতার হওয়া রাখাল যে এক ব্যক্তি, সেই বিষয়টি এখনও স্পষ্ট হয়নি ৷

আরও পড়ুন :গর্জন অনুযায়ী বর্ষণ নয়, বিজেপির চিৎকারে মুখ বন্ধ ধনকড়ের

প্রসঙ্গত, সুদীপ্ত সেনের ওই চিঠি লেখার প্রসঙ্গটি সামনে আসে গত বছরের নভেম্বরের শেষদিকে ৷ তখন শুভেন্দু অধিকারী তৃণমূলের (Trinamool Congress) সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে ফেলেছেন ৷ তখন তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা শুরু হয়েছে ৷ পরে তিনি বিজেপিতে (BJP) যোগদান করেন ৷

তার পর থেকে একাধিক জনসভায় ওই চিঠি ভুয়ো বলে তিনি দাবি করেছেন ৷ সুদীপ্ত সেনকে দিয়ে চাপ দিয়ে ওই চিঠি লেখানো হয়েছে বলেও অভিযোগ তোলেন ৷ তৃণমূলের তরফে পালটা শুভেন্দুর বিরুদ্ধে সারদা কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগ করা হয়েছে ৷ সেই অভিযোগ ভোট-পর্ব মেটার দু’মাস পর আবার সামনে এল ৷

আরও পড়ুন :তুষার মেহতার বাড়িতে শুভেন্দুর উপস্থিতির সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনার দাবি অভিষেকের

ABOUT THE AUTHOR

...view details