কলকাতা, 14 জানুয়ারি : দেওয়াল লিখনকে কেন্দ্র করে বিজেপির এক মহিলা কর্মীর উপর হামলার অভিযোগ দুই তৃণমূল কর্মীর বিরুদ্ধে। বুধবার রাতে থানায় অভিযোগ করতে গেলে তা নিতে অস্বীকার করে বলে অভিযোগ । এর জেরে বেহালা থানা ঘেরাও করে রাখেন বিজেপি কর্মীরা । বেহালার 116 নম্বর ওয়ার্ডের ক্যানেল রোডে ঘটনাটি ঘটে ৷
গতকাল বিজেপির কয়েকজন মহিলা কর্মী 116 নম্বর ওয়ার্ডে ক্যানেল রোডে দেওয়াল লিখছিলেন ৷ বাড়ির মালিকের অনুমতি নিয়েই দেওয়াল লেখার কাজ চলছিল বলে স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি। অভিযোগ, সেই সময় তৃণমূলের কয়েকজন কর্মী এসে তাঁদের বাধা দেয় ৷ এর ফলে তাঁদের মধ্যে বচসা শুরু হয় ।