পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

বেহালায় বিজেপির 2 মহিলা কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে - বেহালা থানা ঘেরাও করল বিজেপি

গতকাল বিজেপির কয়েকজন মহিলা কর্মী 116 নম্বর ওয়ার্ডে ক্যানেল রোডে দেওয়াল লিখছিলেন ৷ বাড়ির মালিকের অনুমতি নিয়েই দেওয়াল লেখার কাজ চলছিল বলে স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি। অভিযোগ, সেই সময় তৃণমূলের কয়েকজন কর্মী এসে তাঁদের বাধা দেয় ৷

Trinamool is accused
বেহালা থানায় বিজেপির বিক্ষোভ

By

Published : Jan 14, 2021, 8:15 AM IST

কলকাতা, 14 জানুয়ারি : দেওয়াল লিখনকে কেন্দ্র করে বিজেপির এক মহিলা কর্মীর উপর হামলার অভিযোগ দুই তৃণমূল কর্মীর বিরুদ্ধে। বুধবার রাতে থানায় অভিযোগ করতে গেলে তা নিতে অস্বীকার করে বলে অভিযোগ । এর জেরে বেহালা থানা ঘেরাও করে রাখেন বিজেপি কর্মীরা । বেহালার 116 নম্বর ওয়ার্ডের ক্যানেল রোডে ঘটনাটি ঘটে ৷

গতকাল বিজেপির কয়েকজন মহিলা কর্মী 116 নম্বর ওয়ার্ডে ক্যানেল রোডে দেওয়াল লিখছিলেন ৷ বাড়ির মালিকের অনুমতি নিয়েই দেওয়াল লেখার কাজ চলছিল বলে স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি। অভিযোগ, সেই সময় তৃণমূলের কয়েকজন কর্মী এসে তাঁদের বাধা দেয় ৷ এর ফলে তাঁদের মধ্যে বচসা শুরু হয় ।

বিজেপির দুই মহিলা কর্মীকে মারধরের অভিযোগ

আরও পড়ুন :এবার শুভেন্দুকে হারানোর চ্যালেঞ্জ কুণালের

বচসার পর সুমিত্রা সিং নামে একজনকে দীপক অধিকারী ও বাদল মাহাত নামে দু'জন মারধর করেন বলে অভিযোগ । রক্তাক্ত অবস্থায় সেই মহিলা সদস্যকে বিদ্যাসাগর হাসপাতালে ভরতি করা হয়।

ABOUT THE AUTHOR

...view details